Bana Sahayak Recruitment : 2,000 শূন্যপদে পশ্চিমবঙ্গে জেলায় জেলায় বন সহায়ক পদে নিয়োগ! সময় ৭ দিন!

WhatsApp Group Join Now
Google News Follow

Bana Sahayak Recruitment : রাজ্যের জেলায় জেলায় বন সহায়ক পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। বন দফতরের ওয়েবসাইটে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Click here for Official Website : https://westbengalforest.gov.in/

রাজ্যের যেকোনো জেলা প্রান্ত থেকে আপনি অনায়াসেই এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। এবং ন্যুনতম অষ্টম পাশ যোগ্যতায় এখানে চাকরির জন্য আবেদন করা যাবে।

Click here for Official Notification : https://westbengalforest.gov.in/notice/Engagement%20of%20Bana%20Sahayak.pdf

পদের নাম(Name of the Post) : বন সহায়ক।

শূন্যপদ(Number of Vacancy) : ২০০০।

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) : অষ্টম শ্রেণি পাশ।

বয়সসীমা(Age Limit) : ন্যুনতম 18 বছর বয়সের প্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। সর্বোচ্চ 40 বছরের প্রার্থীরা চাকরিতে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হবে।

২0২0 সালের ১ জানুয়ারির মধ্যে ১৮ থেকে ৪০ হতে হবে। সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাওয়া যাবে।

বেতন(Salary) : মাসে মোটামুটি ভালো অঙ্কের টাকা বেতন দেওয়া হবে।নিয়োগের পর পর কর্মী পিছু মাসিক গড় বেতন 10,000/- টাকা থেকে শুরু হচ্ছে।

আবেদন করবেন কীভাবে(Application Procedure) : অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিচে দেওয়া ধাপগুলি অনুসরন করুন।

  • প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগের আবেদনপত্র সংগ্রহ করে নিন।

Application Form for Bana Sahayak : https://westbengalforest.gov.in/notice/Application%20Form%20for%20Bana%20Sahayak.pdf

  • নিচে ডাইরেক্ট লিঙ্ক দেওয়া হয়েছে, সেখান থেকে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে বের করে নিন।
  • নিজের যাবতীয় তথ্য দিয়ে ভালো করে পূরণ করুন আবেদনপত্রটি। সেক্ষেত্রে নিজের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, ঠিকানা, মোবাইল নম্বর ও ইমেল আইডি ইত্যাদি দিতে হবে।
  • রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করে দিন। সঙ্গে একটি সিগনেচার করে দিন ফর্মের মধ্যে।
  • সবার শেষে যাবতীয় ডকুমেন্ট ভালো করে জেরক্স এবং সই করে এর সঙ্গে যুক্ত করে এগুলি সব খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট(Documents Required) :

1. বয়সের প্রমাণপত্র তথা বার্থ সার্টিফিকেট/ আধার কার্ড/ প্যান কার্ড।
2. শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট।
3. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে আধার কার্ড/ ভোটার কার্ড।
4. রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার।
5. বৈধ ও সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি।
আবেদনের সময়সীমা(Application Deadline): আগামী 27/05/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন।

আরও পড়ুন : Kolkata Police Admit Card 2023 : কলকাতা পুলিশ অ্যাডমিট কার্ড 2023 ডাউনলোড, পরীক্ষার তারিখ এবং প্যাটার্ন!

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles