Bandhan Bank recruitment 2022 : বন্ধন ব্যাংক (Bandhan Bank recruitment 2022)কর্তৃক একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।যে কোনো জায়গার ব্যক্তিই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। নারী-পুরুষ নির্বিশেষে সকল ব্যক্তিই পারবেন এই চাকরির জন্য আবেদন করতে।
বন্ধন ব্যাংকে (Bandhan Bank recruitment) কর্মী নিয়োগে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি? বয়সসীমা কত? আবেদন ও নিয়োগ প্রক্রিয়া কি? ইত্যাদি বিষয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে তাই আপনাকে এই নিবন্ধটি শেষ পর্যন্ত পড়তে অনুরোধ করছি।
Click here for Official Notification: https://www.ncs.gov.in/Pages/ViewJobDetails.aspx?A=w1BcJXzB%2BW4%3D&U=&JSID=%2FSFOggVaxDE%3D&RowId=%2FSFOggVaxDE%3D&OJ=7k4L7QQ5IOM%3D
পদের নাম(Name of the Vacancy)
Post Name (পদের নাম) |
Post Vacancy (শূন্যপদের সংখ্যা) |
|
৬৭ টি |
Total |
৬৭ টি |
বয়স সীমা(Age Limit) : ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে।
নিয়োগ প্রক্রিয়া(Selection Process) : কোনরকমের লিখিত পরীক্ষা ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
বেতন(Salary) : এই চাকরির জন্য কর্মীদের ১৪,৫০০ থেকে ২০,৭০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া(Application Procedure) :
- আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে।
Click here for Online Application: https://www.ncs.gov.in/Pages/ViewJobDetails.aspx?A=w1BcJXzB%2BW4%3D&U=&JSID=%2FSFOggVaxDE%3D&RowId=%2FSFOggVaxDE%3D&OJ=7k4L7QQ5IOM%3D
- আপনাকে ‘New User? Sign Up’ অপশনে ক্লিক করে নিজেকে ‘Jobseeker’ হিসাবে বেছে নিতে হবে।
Click here for 1st Time Registration: https://www.ncs.gov.in/_layouts/15/NCSP/job-seeker/JSRegister.aspx?ST=NGXkGp7mNUw%3D&IsAmnsUserCRF=hBxxM4IjBW8%3D
- আপনার নাম, বাবাঅথবা স্বামীর নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি যাবতীয় তথ্য দিতে হবে।
- আবেদন করার সময় আপনাকে আপনার বৈধএবং সক্রিয় মোবাইল নম্বরএবংইমেল আইডি দিতে হবে।
- আপনার নিজের পাসপোর্ট সাইজের ছবিএবং সিগনেচার আপলোড করতে হবে।
এছাড়াও আপনি নিম্নে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন – 8910376541
প্রয়োজনীয় নথিপত্র(Required Documents):
চাকরির জন্য যে নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো-
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- বয়সের প্রমাণপত্র
- বাসস্থানের প্রমাণপত্র
- পরিচয়পত্র (আঁধার কার্ড, ভোটার কার্ড)
- কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
- আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)
আবেদন মুল্য(Application Fees): আবেদন মুল্য দিতে হবে না।
শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) : আপনাকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। আপনি যদি গ্র্যাজুয়েশন পাশ করে থাকেন তাহলেও আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও বেসিক কম্পিউটারের জ্ঞানথাকতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখসমুহ(Important Dates) :
- আবেদন শুরুর তারিখ: ১০.১০.২০২২ অর্থাৎ ১০ অক্টোবর ২০২২ তারিখ।
- আবেদনের শেষ তারিখ: ২৭.১২.২০২২ অর্থাৎ ২৭ ডিসেম্বর ২০২২ তারিখ।