Bandhan Bank recruitment 2022 : বন্ধন ব্যাঙ্কে চাকরির সুযোগ, লিখিত পরীক্ষা ছাড়াই!

WhatsApp Group Join Now
Google News Follow

Bandhan Bank recruitment 2022 : বন্ধন ব্যাংক (Bandhan Bank recruitment 2022)কর্তৃক একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।যে কোনো জায়গার ব্যক্তিই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। নারী-পুরুষ নির্বিশেষে সকল ব্যক্তিই পারবেন এই চাকরির জন্য আবেদন করতে।

বন্ধন ব্যাংকে (Bandhan Bank recruitment) কর্মী নিয়োগে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি? বয়সসীমা কত? আবেদন ও নিয়োগ প্রক্রিয়া কি? ইত্যাদি বিষয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে তাই আপনাকে এই নিবন্ধটি শেষ পর্যন্ত পড়তে অনুরোধ করছি।

Click here for Official Notification: https://www.ncs.gov.in/Pages/ViewJobDetails.aspx?A=w1BcJXzB%2BW4%3D&U=&JSID=%2FSFOggVaxDE%3D&RowId=%2FSFOggVaxDE%3D&OJ=7k4L7QQ5IOM%3D

পদের নাম(Name of the Vacancy)

Post Name (পদের নাম)

Post Vacancy   (শূন্যপদের সংখ্যা)
  • KYC VERIFICATION DEPARTMENT
  • LOAN DEPARTMENT
  • CASA OFFICER
  • BUISNESS DEVELOPEMENT EXECUTIVE
  • BRANCH RELATIONSHIP MANAGER

৬৭ টি

Total

৬৭ টি

 

বয়স সীমা(Age Limit) :  ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে।

নিয়োগ প্রক্রিয়া(Selection Process) : কোনরকমের লিখিত পরীক্ষা ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

বেতন(Salary) : এই চাকরির জন্য কর্মীদের ১৪,৫০০ থেকে ২০,৭০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া(Application Procedure) :

  • আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে।

Click here for Online Application: https://www.ncs.gov.in/Pages/ViewJobDetails.aspx?A=w1BcJXzB%2BW4%3D&U=&JSID=%2FSFOggVaxDE%3D&RowId=%2FSFOggVaxDE%3D&OJ=7k4L7QQ5IOM%3D

  • আপনাকে ‘New User? Sign Up’ অপশনে ক্লিক করে নিজেকে Jobseeker হিসাবে বেছে নিতে হবে।

    Click here for New User or Sign Up
    Click here for New User or Sign Up

Click here for 1st Time Registration: https://www.ncs.gov.in/_layouts/15/NCSP/job-seeker/JSRegister.aspx?ST=NGXkGp7mNUw%3D&IsAmnsUserCRF=hBxxM4IjBW8%3D

Click here for Already Registered : https://www.ncs.gov.in/_layouts/15/ncsp/user-management/login.aspx?ReturnUrl=%2f_layouts%2f15%2fAuthenticate.aspx%3fSource%3d%252F%255Flayouts%252F15%252Fncsp%252Fjob%252Dseeker%252FViewJobDetails%252Easpx%253FJSID%253D%25252FSFOggVaxDE%25253D%2526&Source=%2F%5Flayouts%2F15%2Fncsp%2Fjob%2Dseeker%2FViewJobDetails%2Easpx%3FJSID%3D%252FSFOggVaxDE%253D%26

  • আপনার নাম, বাবাঅথবা স্বামীর নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি যাবতীয় তথ্য দিতে হবে।
  • আবেদন করার সময় আপনাকে আপনার বৈধএবং সক্রিয় মোবাইল নম্বরএবংইমেল আইডি দিতে হবে।
  • আপনার নিজের পাসপোর্ট সাইজের ছবিএবং সিগনেচার আপলোড করতে হবে।

এছাড়াও আপনি নিম্নে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন – 8910376541

প্রয়োজনীয় নথিপত্র(Required Documents):

চাকরির জন্য যে নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো-

  • সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • বয়সের প্রমাণপত্র
  • বাসস্থানের প্রমাণপত্র
  • পরিচয়পত্র (আঁধার কার্ড, ভোটার কার্ড)
  • কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  • আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)

আবেদন মুল্য(Application Fees): আবেদন মুল্য দিতে হবে না।

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) : আপনাকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। আপনি যদি গ্র্যাজুয়েশন পাশ করে থাকেন তাহলেও আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও বেসিক কম্পিউটারের জ্ঞানথাকতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখসমুহ(Important Dates) :

  • আবেদন শুরুর তারিখ: ১০.১০.২০২২ অর্থাৎ ১০ অক্টোবর ২০২২ তারিখ।
  • আবেদনের শেষ তারিখ: ২৭.১২.২০২২ অর্থাৎ ২৭ ডিসেম্বর ২০২২ তারিখ।

আরও পড়ুন : NALCO Apprentice Recruitment 2022 : কেন্দ্রীয় সরকারি দপ্তরে বিনামূল্য প্রশিক্ষণ, মাধ্যমিক পাস হলেই আবেদন করা যাবে।

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles