Bank Recruitment 2022 : M. P. Rajya Sahakari Bank (Bank Recruitment 2022) কর্তৃক কর্মী নিয়োগ এর একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এম.পি রাজ্য সহকারী ব্যাংকে (Bank Recruitment 2022) কর্মী নিয়োগ করা হতে চলেছে। এই নিয়োগে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি? বয়সসীমা কত? আবেদন ও নিয়োগ প্রক্রিয়া কি? ইত্যাদি বিষয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
Click here for Official Notification : https://eg.apexbank.in/downloads/Advertisement_26.11.2022.pdf
ব্যাংকে নিয়োগ ২০২২
Organization Name (সংস্থার নাম) | M. P. Rajya Sahakari Bank |
Post Details (পোস্টের নাম) | ক্লার্ক/ কম্পিউটার অপারেটর এবং অন্যান্য |
Total Vacancies (মোট শূন্যপদ) | ২২৫৪ টি |
Job Location (চাকরির স্থান) | সমগ্র দেশে (ইন্ডিয়া) |
Apply Mode (আবেদন মাধ্যম) | অনলাইন |
Official Website (অফিশিয়াল ওয়েবসাইট) | https://eg.apexbank.in/ |
খালি পদের বিবরণ(Vacancy Detail)
Post Name (পোস্টের নাম) | Post Vacancy (শূন্যপদের সংখ্যা) |
Clerk/ Computer Operator | ৭২৬ টি |
Samvida | ১৭০ টি |
Society Manager | ১৩৫৮ টি |
Total | ২২৫৪ টি |
বয়স সীমা(Age Limit)
Post Name (পোস্টের নাম) | Age Limit (বয়সসীমা) |
Clerk/ Computer Operator | ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে |
Samvida | ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে |
Society Manager | ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে |
নিয়োগ প্রক্রিয়া(Recruitment Procedure) :
আবেদনকারী প্রার্থীদের প্রথমে অনলাইন টেস্ট নেওয়া হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়া(Application Procedure) :
- এম.পি রাজ্য সহকারী ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েঅনলাইনমাধ্যমে আবেদন করতে হবে।
- “Apply Online”অপশনে ক্লিক করতে হবে।
- “Save And Next”অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে যে পেজটি খুলবে সেখানে আপনাকে আপনার যাবতীয় তথ্য দিতে হবে।
Click here for 1st Time Registration : https://ibpsonline.ibps.in/mpsbmyvnov22/basic_details.php
Click here If Already Registered : https://ibpsonline.ibps.in/mpsbmyvnov22/
- এরপর আপনাকে“Complete Registration” অপশনে ক্লিক করতে হবে। আবেদন করার সময় মনে রাখতে হবে, আবেদন করার সময় আপনি আপনার নাম, যে পোস্টের জন্য আবেদন করছেন, জন্মের তারিখ, আপনি বাসস্থানের ঠিকানা, ইমেল আইডি ইত্যাদি বিষয়গুলি চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।
- এরপর আপনাকে আপনার আবেদন সেভ করার জন্য ‘Validate your details’অপশনে ক্লিক করে ‘Save & Next’ অপশনে ক্লিক করতে হবে।
- এরপর আপনার সিগনেচার, ফটোকপি আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে বসিয়ে আপনাকে ‘Complete Registration Only’অপশনে ক্লিক করতে হবে।
- এরপর পেমেন্ট করার জন্য আপনাকে ‘Payment’ অপশনে ক্লিক করে পেমেন্ট করতে হবে।
- সবশেষে আপনাকে ‘Submit’অপশনে ক্লিক করে আবেদনপত্রটি সাবমিট করতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র (Required Documents)
- আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
- আপনার বয়সের প্রমাণপত্র।
- আপনার বাসস্থানের প্রমাণপত্র।
- আপনার পরিচয়পত্র (আঁধার কার্ড, ভোটার কার্ড)।
- আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।
- আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)।
আবেদন মুল্য(Application Fees)
আবেদনকারী প্রার্থীদের ৫০০ টাকা আবেদন মুল্য দিতে হবে। এছাড়া SC/ST/OBC/PWD প্রার্থীদের ২৫০ টাকা আবেদন মুল্য দিতে হবে।
শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification)
Post Name (পোস্টের নাম) |
Education Qualification (শিক্ষাগত যোগ্যতা) |
Clerk/ Computer Operator |
হিন্দি এবং ইংলিশ বিষয়ে গ্র্যাজুয়েশন পাস এবং UGC/ DOEACC/ পলিটেকনিক কলেজ থেকে কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট (COPA) বিষয়ে ১ বছরের ডিপ্লোমা কোর্স। |
Society Manager |
হিন্দি এবং ইংলিশ বিষয়ে গ্র্যাজুয়েশন পাস এবং UGC/ DOEACC/ পলিটেকনিক কলেজ থেকে কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট (COPA) বিষয়ে ১ বছরের ডিপ্লোমা কোর্স। |
আবেদনের শুরু এবং শেষ তারিখ(Application Start Date & Last Date of Application) :
- আবেদনের শুরুর তারিখ: ২৬.১১.২০২২ অর্থাৎ ২৬ নভেম্বর ২০২২ তারিখ।
- আবেদনের শেষ তারিখ: ২৫.১২.২০২২ অর্থাৎ ২৫ ডিসেম্বর ২০২২ তারিখ।
SBI Recruitment 2022 : স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তে কর্মী নিয়োগ এর প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন পদ্ধতি, যোগ্যতা সমস্ত বিষয় সম্বন্ধে জেনে নেওয়া যাক।