BECIL Group-D Recruitment : মাধ্যমিক পাশে তথ্য ও সম্প্রচার দপ্তরে একাধিক পদে চাকরির সুযোগ ! আবেদন চলবে ১৭ জুলাই পর্যন্ত !

Group Cards
WhatsApp Group Join Now
Google News Follow

BECIL Group-D Recruitment : Broadcast Engineering Consultants India Limited (BECIL Group D Recruitment 2023) কর্তৃক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই বিজ্ঞপ্তি জানানো হয়েছে যে এখানে একাধিক শূন্যপদের জন্য কর্মী নিয়োগ করা হবে। যেকোনো ভারতীয় নাগরিক আবেদন করতে পারবেন। নারী-পুরুষ নির্বিশেষে সকলেই পারবেন এই চাকরির জন্য আবেদন করতে। অফিসিয়াল ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তিটি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে।

Click here for Official Notification : https://www.becil.com/uploads/vacancy/339AIIA30June23pdf-e761118d79957905ccbffbe4a2c29c85.pdf

আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে ১৭ জুলাই ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করতে পারবেন এই নিয়েই নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

Organization Name (সংস্থার নাম) Broadcast Engineering Consultants India Limited
 Post Details (পোস্টের নাম) কারপেন্টার এবং অন্যান্য
Total Vacancies (মোট শূন্যপদ) ৫ টি
Job Location (চাকরির স্থান) সমগ্র দেশে (ইন্ডিয়া)
Apply Mode (আবেদন মাধ্যম) অনলাইন
Official Website (অফিশিয়াল ওয়েবসাইট) https://www.becil.com/

 

নিয়োগকারী সংস্থার নাম : কেন্দ্রীয় সরকারের আয়তাধীন Broadcast Engineering Consultants India Limited-এ কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম এবং শূন্যপদের সংখ্যা : যে যে পদের জন্য এখানে কর্মী নিয়োগ করা হবে তা হলো-

  • Carpenter -01
  • Mason – 01
  • Sewer Man -02
  • Painter -01

বয়স সীমা :

  • Carpenter এবং Sewer Man-এই পদের জন্য আপনার বয়সের ঊর্ধ্বসীমা হতে হবে ৩৫ বছর।
  • Mason এবং Painter-এই পদের জন্য আপনার বয়সের ঊর্ধ্বসীমা হতে হবে ৪২ বছর।

নির্বাচন প্রক্রিয়া : আবেদনকারী প্রার্থীদের প্রথমে স্কিল টেস্ট নেওয়া হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউ/ইন্টারেকশনের মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন প্রক্রিয়া :

  • আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে Broadcast Engineering Consultants India Limited-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।

Click here for first Time Application : https://becilregistration.in/Registration

  • আবেদন করার পূর্বে আপনাকে আপনার সমস্ত নথিপত্র স্ক্যান করে নিতে হবে।
  • আপনাকে আপনার বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সার্টিফিকেট, ভেরিফিকেশন এবং অন্যান্য তথ্য আপনাকে এই মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে পাঠানো হবে।

Click here for Existing User : https://becilregistration.in/Login

  • আবেদন করার সময় মনে রাখতে হবে, আবেদন করার সময় আপনি আপনার নাম, যে পোস্টের জন্য আবেদন করছেন, জন্মের তারিখ, আপনি বাসস্থানের ঠিকানা, ইমেল আইডি ইত্যাদি বিষয়গুলি চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।

Click here for Application form for Offline Application : https://www.becil.com/uploads/pdf/registrationformMay23pdf-57504937ce2ec3a20736e6a7febaa362.pdf

  • প্রার্থীদের Broadcast Engineering Consultants India Limited-এর অনলাইন আবেদনপত্রটি ভালো করে ফিল আপ করতে অনুরোধ করা হচ্ছে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আবেদনপত্রে কোনো পরিবর্তন করা যাবে না।
  • আপনি আবেদন মূল্য অনলাইন/ অফলাইন উভয়ভাবেই দিতে পারবেন (যদি থাকে)।
  • সবশেষে আপনাকে ‘Submit’ অপশনে ক্লিক করতে হবে। আবেদনপত্রটি সাবমিট করার পর সেভ করে রাখতে পারেন অথবা পরবর্তী প্রয়োজনের জন্য অ্যাপ্লিকেশন নম্বরটি প্রিন্ট করে রাখতে পারেন।

প্রয়োজনীয় নথিপত্র : এই চাকরির জন্য নিম্নলিখিত নথিপত্রগুলির প্রয়োজন-

  • মাধ্যমিকের এডমিট কার্ড
  • আধার কার্ড অথবা ভোটার কার্ড।
  • শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট ও মার্কশীট।
  • পাসপোর্ট সাইজের ফটো ।

আবেদন মুল্য : আবেদনকারী প্রার্থীদের ৮৮৫ টাকা আবেদন মুল্য দিতে হবে। এছাড়াও OBC প্রার্থীদের ৮৮৫ টাকা, SC/ST প্রার্থীদের ৫৩১ টাকা, অবসরপ্রাপ্ত কর্মচারী প্রার্থীদের ৮৮৫ টাকা, মহিলাদের৮৮৫ টাকা, EWS/PH  প্রার্থীদের ৫৩১ টাকা আবেদন মুল্য দিতে হবে।

শিক্ষাগত যোগ্যতা :

  • Carpenter পদের জন্য ১ বছরের অভিজ্ঞতাসহ মাধ্যমিক পাস করতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে ITI পাস করতে হবে। এছাড়াও হসপিটাল/প্ল্যান্ট/মাল্টি স্টোরি বিল্ডিং মেনটেনেন্সের কাজে অভিজ্ঞতা থাকতে হবে।
  • Mason পদের জন্য মাধ্যমিক পাস করতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে আইটিআই পাস করতে হবে। এছাড়া হসপিটাল/প্ল্যান্ট/মাল্টি স্টোরেজ বিল্ডিং মেইনটেন্যান্স মেনটেনেন্সের কাজে অভিজ্ঞতা থাকতে হবে।
  • Sewer Man পদের জন্য মাধ্যমিক পাস করতে হবে। ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে আইটিআই পাস করতে হবে। এছাড়া হসপিটাল/প্ল্যান্ট/মাল্টি স্টোরেজ বিল্ডিং মেনটেনেন্সের কাজে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • Painter পদের জন্য ১ বছরের অভিজ্ঞতাসহ মাধ্যমিক পাস করতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে ITI পাস করতে হবে। এছাড়াও হসপিটাল/প্ল্যান্ট/মাল্টি স্টোরি বিল্ডিং মেনটেনেন্সের কাজে অভিজ্ঞতা থাকতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখসমুহ : আবেদন প্রক্রিয়া গত ২৬.০৬.২০২৩ অর্থাৎ ২৬ জুন ২০২৩ তারিখ থেকে শুরু হয়ে গেছে। এই চাকরির জন্য আবেদনের শেষ তারিখ ১৭.০৭.২০২৩ অর্থাৎ ১৭ জুলাই ২০২৩ তারিখ।

আরও পড়ুন : BEL Recruitment 2023 : ফ্রেশার | শিক্ষানবিশ | ব্যাঙ্গালোর |

Group Cards
WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles