BECIL Recruitment 2023 : ১৫৫টি শূন্যপদে BECIL সংস্থায় ডাটা এন্ট্রি, ম্যানেজার ও অর্ডিনেটর সহ বহু পদে নিয়োগ!

WhatsApp Group Join Now
Google News Follow

BECIL Recruitment 2023 : কর্মী নিয়োগ করতে চলছে ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধিনস্ত ব্রডকাস্টিং ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস (BECIL) ইন্ডিয়া লিমিটেড।  সম্প্রতি এই মর্মে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংশ্লিষ্ট দফতর মারফৎ। নিয়োগের ক্ষেত্রে দেশের যে কোনও প্রান্তের বেকার যুবক- যুবতীরা উপযুক্ত যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন।   চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের চাকরি করতে হবে  বিইসিআইএলের (BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED) অধীনে ।

ইতিমধ্যেই এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই শূন্যপদে আবেদনের শেষ তারিখ হল আগামী ১২ এপ্রিল।

Click here for Official Notification : https://www.becil.com/uploads/vacancy/301AIIMS29march23pdf-5f32f051a603413458cf27f45049b74f.pdf

শূন্যপদ(Vacancy) : 

  • ডেটা এন্ট্রি অপারেটর- মোট ৫০টি শূন্যপদে নিয়োগ করা হবে।
  • পেসেন্ট কেয়ার ম্যানেজার- মোট ১০টি শূন্যপদে নিয়োগ করা হবে।
  • পেসেন্ট কেয়ার কো-অর্ডিনেটর- মোট ২৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
  • রেডিয়োগ্রাফার- মোট ৫০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
  • মেডিক্যাল ল্য়াব টেকনোলজিস্ট- মোট ২০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

In case of any doubt/help please email as below:

For technical problem faced while applying online : khuswindersingh@becil.com

For queries other than technical : sanyogita@becil.com or 0120-4177860

আবেদন পদ্ধতি(Application Process) : 

  • আবেদনকারী প্রার্থীকে শুধুমাত্র অনলাইনেই আবেদন করতে হবে। অফলাইনে আবেদনের কোনও সুযোগ নেই।
  • একজন আবেদনকারী শুধুমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবেন।
  • তারপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট কলমগুলিতে প্রার্থীর নিজের সম্পর্কে যাবতীয় তথ্য আপলোড করতে হবে।
  • আবেদন ফর্মে প্রার্থীর নাম, স্থায়ী বাসস্থানের ঠিকানা, বয়স, শিক্ষাগত যোগ্যতা, প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা সহ, নিজের ইমেল আইডি এবং ফোন নম্বর উল্লেখ করতে হবে।
  • আবেদন ফর্মে সাম্প্রতিক সময়ের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি আপলোড করে দিতে হবে।
  • সব শেষে নিজের সই( SIGNATURE) স্ক্যান করে তা আবেদন ফর্মের নির্দিষ্ট জায়গায় আপলোড করতে হবে।

Click here for Process of How to Apply : https://becilregistration.in/instruction/HowToApply.pdf

নিয়োগ পদ্ধতি(Recruitment Procedure) : আবেদন পত্র প্রাথমিক বাছাইয়ের পর আবেদনকারী প্রার্থীদের ডেকে নেওয়া হবে লিখিত পরিক্ষার জন্য । তারপর ইন্টারভিউ এবং জমা দেওয়া নথি ভেরিফিকেশনের পর  সফল এবং যোগ্য প্রার্থীদের প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতার ওপর ভিত্তি করে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করা হবে। সবশেষে সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে তুলে দেওয়া হবে নিয়োগ পত্র।

Click here for 1st Time Registration : https://becilregistration.in/Registration

Click here If Already Registered : https://becilregistration.in/Login

প্রয়োজনীয় ডকুমেন্টস(Required Documents) : 

আবেদনকারী প্রার্থীকে যে  ডকুমেন্টস গুলি সঙ্গে রাখতে হবে সেগুলি হল  যেমন ,

  • আঁধার কার্ড
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র
  • বয়সের প্রমাণ পত্র
  • প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমাণ পত্র
  • জাতিগত সংশাপত্র
  • বাসস্থানের প্রমাণ পত্র
  • সাম্প্রতিক সময়ের পাসপোর্ট সাইজের ছবি, ইত্যাদি ।

আবেদন জানানোর শেষ তারিখ(Last date of application) : আবেদন জানানোর শেষ তারিখ চলতি এপ্রিল মাসের ১২ তারিখ অর্থাৎ 12/04/2023

  আরও পড়ুন : Govt Job Recruitment 2022 : মাধ্যমিক পাশে তথ্য ও সম্প্রচার দপ্তরে গ্রুপ-সি, ডি কর্মী নিয়োগ, বেতন 17,500/- টাকা|

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles