Aadhaar PAN Link : প্যান আধার কার্ড লিঙ্ক না থাকলে এই ১০ কাজ হবে না !

WhatsApp Group Join Now
Google News Follow

Aadhaar PAN Link : Aadhaar – PAN এর লিঙ্ক বাধ্যতামূলক করা হয়েছে। ৩১ মার্চ, ২০২৩-ই শেষ সময়। এরপর PAN-Aadhaar লিঙ্ক না থাকলে ১ এপ্রিল, ২০২৩ থেকে তা অবৈধ হয়ে যাবে। আধারের সঙ্গে PAN লিঙ্ক করার সময়সীমা বেশ কয়েকবার বাড়ানো হয়েছে। এবার আর কোনও সময় দেওয়া হবে না। আয়কর দপ্তর কিছুদিন আগেই প্যান কার্ড সম্পর্কিত একটি বড়ো আপডেট দিয়েছে। সমস্ত প্যান কার্ডহোল্ডারদের এই আপডেট সম্পর্কে জেনে নেওয়া প্রয়োজন। নচেৎ তাদেরকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে।

এই বিষয়ে অনেকদিন ধরেই আলোচনা চলছে । কিন্তু তা সত্ত্বেও আধার এবং প্যনের লিঙ্কের সময়সীমা বাড়ানো হলো। ৩০ জুন পর্যন্ত প্যানএবংআধার কার্ড লিঙ্কের সময়সীমা বাড়ানো হয়েছে।

Click here for How to Link Aadhar & PAN : https://www.incometax.gov.in/iec/foportal/help/how-to-link-aadhaar

সময়ের মধ্যে যদি আপনি লিংক না করেন তাহলে কি ধরনের সমস্যায় পড়তে পারেন?

  • সময়ের মধ্যে যদি আপনি লিংক না করেন, তাহলে আপনাকে জরিমানা দিতে হবেএবংআপনার প্যান কার্ডও নিষ্ক্রিয় হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনিআয়কর রিটার্ন দাখিল করতে পারবেন না।এই লিঙ্কের জন্য সময়সীমা ছিলো ৩১ মার্চ পর্যন্ত। তবে এখন সেই সময়সীমা বাড়িয়ে করা হয়েছে ৩০ জুন।
  • আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক না করলে আপনাকে বড়ো আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে। এমনকি এই সময়সীমার পর আপনার প্যান কার্ড বাতিল হয়ে যাবে। প্যান কার্ড বাতিল হলে আয়কর অথবা ব্যাংক সম্পর্কিত যাবতীয় কাজ আটকে যাবে।
  • আধার প্যান লিংক না করলে আপনাকে অতিরিক্ত TDS দিতে হবে। ১০% এর পরিবর্তে ব্যাংক আপনার ২০% টিডিএস চার্জ করবে।
  • PAN কার্ড নিষ্ক্রিয় থাকলে ITR-এর সুদের হারেরও সুবিধা পাওয়া যাবে না।
  • টু-হুইলার ছাড়া অন্য কোনো যানবাহন আপনি কিনতে পারবেন না।
  •  ৫০,০০০ টাকার বেশি লেনদেন আপনি করতে পারবেন না প্যান কার্ড নিষ্ক্রিয় হলে।
  • প্যান কার্ড ছাড়া গ্রাহকের ক্রেডিট কার্ড এবং ক্রেডিট কার্ড ইস্যু করবে না ব্যাংক।
  • প্যান কার্ড ছাড়া আপনি হোটেল বুকিং, রেস্তোরাঁ, ব্যাংকোয়েট হলএবং৫০,০০০ টাকার বেশি পেমেন্টও করতে পারবেন না।
  • প্যান কার্ড ছাড়া আপনি ১০ লক্ষ টাকার বেশি মূল্যের সম্পত্তিও কিনতে পারবেন না।
  • শেয়ারবাজারে অর্থ বিনিয়োগ করতে ট্রেডিংএবংডিম্যাট অ্যাকাউন্টও আপনি প্যান কার্ড ছাড়া খুলতে পারবেন না।
  • প্যান কার্ড ছাড়া ৫০,০০০ টাকার বেশি বীমা কভারেজ পাওয়া যাবে না।

আধার কার্ড লিঙ্ক না করলেও কোনো সমস্যায় পড়বেন না কারা

২০১৭ সালের মে মাসে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের জারি করা একটি বিজ্ঞপ্তি অনুসারে ‘কর ছাড় বিভাগ’ হল-

  • অসম, মেঘালয় এবং জম্মু ও কাশ্মীরের বসবাস করছেন যারা।
  • আয়কর আইন, ১৯৬১ অনুযায়ী যারা প্রবাসী।
  • গত বছরের যেকোনও সময় যারা ৮০ বছর বা তার বেশি বয়স পেরিয়ে গেছেন।
  • ভারতের নাগরিক নন, এমন ব্যক্তিরা ছাড় পাবেন।

কীভাবে PAN- Aadhaar লিঙ্ক করবেন?

যারা রেজিস্টার করেছেন এবং যারা এখনও করেননি উভয় ব্যবহারকারীই আয়কর বিভাগের ই-ফাইলিং পোর্টালে তাদের PAN- Aadhaar করতে পারেন, প্রি-লগ ইন এবং পোস্ট লগইন মোডে।

Click here for Link Aadhar & PAN : https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/bl-link-aadhaar

Click here for Check Status of Link Aadhar & PAN : https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/link-aadhaar-status

আপনি নিম্নলিখিত ফর্ম্যাটে 567678 বা 56161 নম্বরে একটি এসএমএস পাঠিয়েও PAN- Aadhaar লিঙ্ক করতে পারেন: UIDPAN লিখে স্পেস দিন, তারপর ১২-সংখ্যার আধার নম্বর লিখে আবার স্পেস  দিন, এরপর ১০ সংখ্যার প্যান নম্বর লিখুন।

নিকটস্থ PAN পরিষেবা কেন্দ্র বা আধার সেবা কেন্দ্রে গিয়ে অফলাইনে আপনার PAN কে আধারের সঙ্গে লিঙ্ক করতে পারেন।

আরও পড়ুন : Aadhaar & PAN Card Link : আধার লিঙ্ক না থাকলে দিতে হচ্ছে ১ হাজার টাকা জরিমানা, আপনার লিঙ্ক করা আছে?

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles