Oil India Limited Recruitment : অয়েল ইন্ডিয়া লিমিটেড এ 10th পাশে কর্মী নিয়োগ ! বেতন 26,000 টাকা!

WhatsApp Group Join Now
Google News Follow

Oil India Limited Recruitment : অয়েল ইন্ডিয়া লিমিটেড (ওআইএল)-এর তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে।আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন।

Click here for Official Notification : https://www.oilindia.com/Document/Career/advt_27032023.pdf

সংস্থা

অয়েল ইন্ডিয়া লিমিটেড (ওআইএল)
পদের নাম

গ্রেড ৩, গ্রেড ৫ এবং গ্রেড ৭

শূন্যপদের সংখ্যা

১৮৭
আবেদন পদ্ধতি

অনলাইন

আবেদনের শেষ তারিখ

২৫.০৪.২০২৩

 

পদের নাম(Name of the Post) : ওয়ার্ক পার্সন পদে নেওয়া হবে কর্মী।

নিয়োগকারী সংস্থা(Employing agency) : অয়েল ইন্ডিয়া লিমিটেড (Oil India Limited) এর তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে।

পদের বিবরণ(Post Description): ওয়ার্ক পার্সনদের গ্রেড অনুযায়ী প্রধান তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে। Grade -III, Grade – V ও Grade – VII এবং এই পদ গুলিকে আরো বিভিন্ন পদে ভাগ করা হয়েছে।

শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ(Number and details of vacancies): মোট ১৮৭টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।গ্রেড ৩ – ১৩৪টি পদগ্রেড ৫ – ৪৩টি পদগ্রেড ৭ – ১০টি পোস্ট।

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification): আবেদন করতে গেলে আপনার ন্যুনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাশ। সেক্ষেত্রে উচ্চমাধ্যমিক এবং ডিগ্রি কিংবা ডিপ্লোমা পাশ করে থাকলে আরো বিভিন্ন পদের জন্য আবেদন জানাতে পারবেন।

আবেদন পদ্ধতি(Application Process) : 

  • প্রার্থীরা OIL এর অফিসিয়াল ওয়েবসাইটে oil-india.com গিয়ে সরাসরি অনলাইনে আবেদন করতে পারেন।

    OIL Recruitment for Various Posts
    OIL Recruitment for Various Posts

Click here for Official Website : oil-india.com

Click here for Process of How to apply : https://www.oilindia.com/Document/Career/howto_27032023.pdf

Click here for 1st Time Registration : https://register.cbtexams.in/OIL/TechnicalPosts2023/Applicant/Register

Click here If Already Registered : https://register.cbtexams.in/OIL/TechnicalPosts2023/Account/Login

আবেদন করতে যে সমস্ত ডকুমেন্টস এর প্রয়োজন(All documents required to apply) :

  • বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট।
  • শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট।
  • নিজের কাস্ট সার্টিফিকেট যদি থাকে।
  • রঙিন পাসপোর্ট সাইজের ফটো।
  • নিজের একটি সিগনেচার।
  • বৈধ ও সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি।

আবেদন ফি(Application Fees) : জেনারেল/ওবিসি প্রার্থীদের জন্য জিএসটি এবং পেমেন্ট গেটওয়ে/ব্যাঙ্ক চার্জ বাদ দিয়ে অনলাইন আবেদন ফি হিসেবে ২০০ টাকা ধার্য করা হয়েছে। ওই আবেদন ফি কিন্তু রিফান্ড করা হবে না। এসসি/এসটি/ইডব্লিউএস/বেঞ্জমার্ক ডিজেবিলিটি-সব প্রার্থী/ প্রাক্তন কর্মী প্রার্থীদের ক্ষেত্রে এই অনলাইন আবেদন ফি মকুব করা হয়েছে।

বাছাই পদ্ধতি(Selection process) : বাছাই প্রক্রিয়ার মধ্যে থাকবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা। যেখানে তফসিলি জাতি/তফসিলি উপজাতি/বেঞ্চমার্ক ডিজেবিলিটি (যেখানে সংরক্ষণ প্রযোজ্য)-সহ প্রার্থীদের জন্য কোয়ালিফাইং নম্বর হবে ন্যূনতম ৪০ শতাংশ। আর অন্যান্যদের ক্ষেত্রে ন্যূনতম কোয়ালিফাইং নম্বর হবে ৫০ শতাংশ। তবে এই পরীক্ষার ক্ষেত্রে কোনও রকম নেগেটিভ মার্কিং থাকবে না। ওই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করেই চূড়ান্ত বাছাই হবে।

আরও পড়ুন : IOCL Recruitment 2023 : ইন্ডিয়ান অয়েলের তরফে কর্মী নিয়োগ ! বেতন 25,000 টাকা।

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles