WB Anganwari Recruitment : ICDS কর্মী ও সহায়িকা পদে নিয়োগ ! অষ্টম ও মাধ্যমিক যোগ্যতা !

WhatsApp Group Join Now
Google News Follow

WB Anganwari Recruitment : জেলার বিভিন্ন অঙ্গনওয়ারী সেন্টারে (ICDS Centre)  অঙ্গনওয়ারী সহায়িকা ও কর্মী নিয়োগ করা হবে। অষ্টম কিংবা মাধ্যমিক পাশ যে কোনো যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে। ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য জেলা শাসক দপ্তর।

যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন।

Click here for official Notification : https://cdn.s3waas.gov.in/s3fbd7939d674997cdb4692d34de8633c4/uploads/2023/03/2023032923.pdf

Notice Number :DH&FW/COB/1709, Dated 28/03/23 

পদের নাম (Name of the Post) : অঙ্গনওয়ারী কর্মী ও সহায়িকা।

নিয়োগকারী সংস্থা(Recruiting Organization) : Child Development Project এ নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification Required):  অঙ্গনওয়ারী কর্মী পদের জন্য মাধ্যমিক পাশ এবং অঙ্গনওয়ারী সহায়িকা পদের জন্য অষ্টম পাশ করতে হবে।

বয়সসীমা(Age Limit) : বয়স হতে হবে নূন্যতম 18 বছর এবং সর্বোচ্চ 45 বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন(Monthly Salary): 8250 টাকা অঙ্গনওয়ারী কর্মীদের জন্য এবং 6300 টাকা অঙ্গনওয়ারী সহায়িকা পদের জন্য।

আবেদন করবেন কীভাবে(How to apply) : আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে। অনলাইন আবেদন করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে বা সরাসরি নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করে।

Click here for Online Application : www.wbhealth.gov.in

আবেদন করতে যে সমস্ত ডকুমেন্ট দরকার (Documents Required) : মাধ্যমিক কিংবা অষ্টম (পদ অনুযায়ী) মার্কশিট থাকতে হবে এবং বয়সের প্রমাণ পত্র ও পাসপোর্ট সাইজের ছবি সহ আপনার সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সাথে রাখতে হবে।

নিয়োগ প্রক্রিয়া(Requirement Process) : লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। অফিসিয়াল নোটিশে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে আলোচনা করা আছে।

Click here for official Notification : https://cdn.s3waas.gov.in/s3fbd7939d674997cdb4692d34de8633c4/uploads/2023/03/2023032923.pdf

আবেদনের শেষ তারিখ(Last Date of Application) : আগামী 17/04/2023 তারিখ অবধি আবেদন করতে পারবে।

পরীক্ষার তারিখ(Date of Examination) :  29/04/2023 এবং 30/04/2023 লিখিত পরীক্ষা নেওয়া হবে।

আরও পড়ুন : Data Entry Operator Recruitment : দুয়ারে সরকার ক্যাম্পে বিপুল সংখ্যক ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ।

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles