Bharat Electronics Limited Recruitment : ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে কর্মী নিয়োগ ! অনলাইনে আবেদন শুরু হলো !

WhatsApp Group Join Now
Google News Follow

Bharat Electronics Limited Recruitment : ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (বিইএল) একটি বিশিষ্ট ভারতীয় রাষ্ট্রীয় মালিকানাধীন মহাকাশ ও প্রতিরক্ষা সংস্থা। এটি 1954 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর সদর দফতর ব্যাঙ্গালোর, কর্ণাটক, ভারতের। BEL প্রাথমিকভাবে সশস্ত্র বাহিনী, আধাসামরিক সংস্থা এবং বেসামরিক বাজার সহ বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য উন্নত ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা ব্যবস্থার বিস্তৃত পরিসরের নকশা, উন্নয়ন, উত্পাদন এবং সরবরাহে নিযুক্ত।

ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের পক্ষ থেকে সম্প্রতি একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য পড়ুন আজকের প্রতিবেদনে।

Click here for Official Notification : https://drive.google.com/file/d/1w96K7J05PwlL1Ill4A-mlob3qOtoM25P/view?usp=sharing

ভারত ইলেকট্রনিক্স লিমিটেড সংস্থার পক্ষ থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে সম্প্রতি একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এই শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, মাসিক বেতন ইত্যাদি বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো আজকের প্রতিবেদন।

Employment No.- 17556/HR/All-India

পদের নাম(Name of the Post)

  1. Probationary Engineer,
  2. Officer (HR), Accounts Officer

শূন্যপদ(Number of Vacancy) – ২৩২ টি। (UR- ৯৬ টি, OBC- ৬২, SC- ৩৪ টি, ST- ১৭ টি, EWS- ২৩ টি।)

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) : স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ, মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, চার্টার্ড একাউন্ট ইত্যাদি বিষয়গুলিতে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর অফ টেকনোলজি অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী থাকলে এই শূন্যপদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন।

বয়সসীমা(Age Limit) : উক্ত পদগুলিতে আবেদন জানানোর জন্য চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ২৫ থেকে ৩০ বছরের মধ্যে।

মাসিক বেতন(Monthly Salary) – সংশ্লিষ্ট পদ গুলির মাসিক ধার্য বেতন হলো ৪০,০০০/- টাকা থেকে ১,৪০,০০০/- টাকা।

আবেদন পদ্ধতি(Application Procedure)

  • আবেদন জানাতে হবে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে।

Click here for Register for Online Application : https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/84142/Registration.html

Click here for already Register Candidates for Online Application :  https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/84142/login.html

  • বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নম্বর করে নিজেদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে চাকরিপ্রার্থীদের।
  • রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করার পরে নির্দেশ অনুযায়ী আবেদনপত্রটি পূরণ করতে হবে।
  • নির্ভুলভাবে সমস্ত তথ্য পূরণ করার পর সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

আবেদন ফি(Application Fees) – সংরক্ষিত শ্রেণীর আবেদনকারী ছাড়া অন্যান্য আবেদন কারীদের এককালীন ১১৮০/- টাকা আবেদন ফি জমা করতে হবে। অনলাইন মাধ্যমে আবেদন ফি জমা করা যাবে।

আবেদনের শেষ তারিখ(Last Date of Application) – ২৮ অক্টোবর, ২০২৩।

আরও পড়ুন : Garden Reach Shipbuilders & Engineers Ltd Apprentice Recruitment : 250 শিক্ষানবিশ পদের জন্য বিজ্ঞপ্তি | অনলাইনে আবেদন করুন |

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles