BSF Head Constable Recruitment 2022 : 1312 শূন্যপদে হেড কনস্টেবল পদে নিয়োগ।

Join Our WhatsApp Group For New Update

BSF Head Constable Recruitment 2022 : মোট 1312 টি শূন্যপদে নিয়োগ । Radio Operator(RO) এবং Radio Mechanic (RM) হেড কনস্টেবল নিয়োগ করা হবে। আগ্রহী পার্থী এখানে 20 আগস্ট 2022 থেকে (BSF Head Constable Recruitment 2022) এর জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।

ইচ্ছুক প্রার্থীদের জন্য আজকের প্রতিবেদনে আবেদনের জন্য সমস্ত প্রয়োজনীয় তথ্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়স সীমা কত লাগবে, বেতন কতো দেওয়া হবে, আবেদন কিভাবে করতে হবে, শূন্যপদের সংখ্যা কত ইত্যাদি বিস্তারিতভাবে আলোচনা করা হবে।

Click Here for Apply Online 

নিয়োগসংস্থা

Border Security Force (BSF)

চাকরিরনাম

BSF Head Constable Recruitment 2022

পদেরনাম

Head Constable (RO/RM)

শিক্ষাগতযোগ্যতা

উচ্চমাধ্যমিকবা ITI

মোটশূন্যপদ

1312

স্থান

সারাভারত

ওয়েবসাইট

bsf.gov.in

পদের নাম(Name of the Post) :

1. হেড কনস্টেবল R.O (Head Constable R.O)।
মোট শূন্যপদঃ 982 টি।

2. হেড কনস্টেবল R.M (Head Constable R.M)
মোট শূন্যপদঃ 330 টি।

শিক্ষাগত যোগ্যতা ( Education Qualification) : BSF Head Constable পদে আবেদন করার জন্য কোনো সীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যে পদে আবেদন করবেন তার সম্পর্কিত কোনো বিষয়ের ITI সার্টিফিকেট থাকা প্রয়োজন। অথবা, বিজ্ঞান শাখায় (ফিজিক্স, কেমিস্ট্রি ও অঙ্ক) 60% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে।

বয়সসীমা(Age Limit) : আবেদনকারীর বয়স 19 এই সেপ্টেম্বর 2022 তারিখে 18 বছর থেকে 25 বছরের মধ্যে হওয়া প্রয়োজন। স্পেশাল ক্যাটাগরির পার্থীর বয়স ছাড় এর ব্যাবস্থা রয়েছে।

শারিরীক যোগ্যতা:

পুরুষ –

  • উচ্ছতা (ST) – 162.5 cm
  • উচ্ছতা (Other) – 168 cm
  •  বুকের মাপ (ST) – 76-81 cm
  • বুকের মাপ (Other) – 80-85 cm

মহিলা –

  • উচ্ছতা (ST) – 154 cm
  • উচ্ছতা (Other) – 157 cm
  • দৌড় – 800 m / 4 মিনিট

বেতন(Salary) : পে লেভেল 4 অনুযায়ী 25,500 থেকে 81,100 টাকা বেতন দেওয়া হবে।

BSF Head Constable Radio Operator (RO) Vacancy 2022

Category

Total Vacancy

General

321

EWS

420

SC

131

ST

110

Total

982

 

BSF Head Constable Radio Mechanic (RM) Vacancy 2022

Category

Total Vacancy

General

43

OBC

100

EWS

61

SC

77

ST

49

Total

330

 

BSF সাব কনস্টেবল আবেদন পদ্ধতি(BSF Head Constable RO/RM Apply Online) :

  • এখানে প্রার্থীদের সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
  • নিচে আবেদন করার লিংক থেকে BSF অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
  • প্রথমে নিজের নাম, বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
  • এরপরে লগ ইন করে অনলাইন আবেদন পত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে।
  • আবেদনপত্রের সঙ্গে সমস্ত দরকারি নথিপত্র গুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
  • সবশেষে আবেদন ফি জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে দিতে হবে।

আবেদন ফি(Examination Fees) :
আবেদন ফি হিসাবে 100 টাকা ধার্য করা হয়েছে। SC, ST, PwD এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগবে না।

গুরুত্বপূর্ণতারিখ (Important Dates)

নোটিশপ্রকাশ

20.08.2022

আবেদনশুরু

20.08.2022

আবেদনশেষ

19.09.2022 

 

আরও পড়ুন :WB Govt Job recruitment । কৃষি দফতরে কর্মী নিয়োগ।

Join Our WhatsApp Group For New Update

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles