BSNL Recruitment 2023 : ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) -এর মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনও জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। পদের বিবরণ, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
Click here for Official Website : https://drive.google.com/file/d/1_ryWuECFtBAUbF–0KFYMPjnkrZQrMNH/view?usp=share_link
পদের নাম(Name of the Post) : প্রার্থীদের Apprentice পদে নিয়োগ করা হবে। সেক্ষেত্রে Graduate (Technical / Non Technical) / Diploma হোল্ডারদের Apprentice হিসেবে নিয়োগ করা হবে।
শূন্যপদ(Number of Vacancy) : ২১ টি।
শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) : স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক বা ডিপ্লোমা করে থাকতে হবে। পাশাপশি প্রার্থীকে একজন ভারতীয় নাগরিক হতে হবে।
বয়সসীমা(Age Limit) : প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ৩১-০৩-২০২৩ অনুযায়ী।
স্টাইপেন্ড(Monthly Stipend) : Graduate (Technical / Non Technical) অ্যাপ্রেন্টিসদের প্রতি মাসে ৯,০০০ টাকা এবং Diploma হোল্ডার অ্যাপ্রেন্টিসদের প্রতি মাসে ৮,০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।
আবেদন পদ্ধতি(Application Process) :
- আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
- লিংকে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- এনরোলমেন্ট করতে হবে।
- বৈধ মোবাইল নম্বর, ইমেইল আইডি দিয়ে এনরোলমেন্ট করতে হবে।
- এরপর এনরোলমেন্ট নম্বর দিয়ে পুনরায় লগইন করতে হবে।
- প্রার্থীর নাম, অভিভাবকের নাম, বয়স, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস, শিক্ষাগত যোগ্যতা সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে লাগলো।
- সবশেষে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।
প্রয়োজনীয় ডকুমেন্টস(Required Documents) :
- আধার কার্ড(PDF ফরম্যাটে 1MB সাইজের কম হতে হবে)।
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট (PDF ফরম্যাটে 1MB সাইজের কম হতে হবে)।
- পাসপোর্ট সাইজের ফটো (JPEG ফরম্যাটে 200KB সাইজের কম হতে হবে)।
- ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ।
- বৈধ মোবাইল নম্বর ও ইমেইল আইডি।
নিয়োগ প্রক্রিয়া(Recruitment Process) : কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নিযুক্ত করা হবে।
Click here for Apply Online : http://www.mhrdnats.gov.in/
আবেদনের শেষ তারিখ(Last Date of Application) : আবেদন করতে হবে আগামী ১০-০৪-২০২৩ অর্থাৎ ১০ এপ্রিল ২০২৩ তারিখের মধ্যে।
আরও পড়ুন : NWDA JE And Clerk Recruitment : NWDA সংস্থায় ক্লার্ক ও অন্যান্য পদে নিয়োগ !