Cash Withdrawal Limit :ব্যাঙ্ক থেকে টাকা তোলায়, নিষেধাজ্ঞা আপনার অ্যাকাউন্ট নেই তো, এই ব্যাঙ্কে? মানুষের আয় থেকে ব্যায়ের পর যতটা বেঁচে থাকে, সেই টাকাটা ভবিষ্যতের জন্য সঞ্চয় (Cash Withdrawal Limit) করে থাকেন।সঞ্চয়ের জন্য মানুষ প্রথমে ব্যাংককেই বেছে নেয়। ধীরে ধীরে ব্যাংকে টাকা রাখা আরও কঠিন হয়ে উঠেছে সাধারণ মানুষের কাছে । সেই সাথে গ্রাহকের নিজের সঞ্চয়ের টাকাও নিজের ইচ্ছেমতো তোলায় সীমা বেঁধে দিচ্ছে RBI।
এই নতুন নিয়ম চালু করা হবে কোন কোন ব্যাংকে: –
অনিশ্চিত অর্থনৈতিক পরিস্থিতিতে ব্যাংকগুলো যাতে ডুবে না যায় তাই RBI এর তরফে চারটি ব্যাংকে সীমা বেঁধে দিচ্ছে গ্রাহকদের টাকা তোলার ক্ষেত্রে । এই চারটি ব্যাংক হলো:-
- সাইবাবা জনতা সহকারী ব্যাংক।
- দ্য সিউড়ি ফ্রেন্ডস ইউনিয়ন কো-অপারেটিভ ব্যাংক(Bank) লিমিটেড।
- সিউড়ি কো-অপারেটিভ ব্যাংক(Bank) ।
- বাহরাইচের ন্যাশনাল আরবান কো-অপারেটিভ ব্যাংক(Bank)লিমিটেড
- এই তালিকায় রয়েছে মনসুখ মন্দাবিয়া ব্যাংক(Bank), বাবা রামদেব কো-অপারেটিভ ব্যাংক(Bank) এবং উত্তরপ্রদেশের বিজানরে অবস্থিত ইউনাইটেড ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাংক(Bank)লিমিটেড।
নতুন নিয়ম কি জারি করা হয়েছে এই ব্যাংকগুলোর ওপর?
- RBI এর নতুন নিয়ম অনুসারে, সাইবাবা জনতা সহকারী ব্যাংক(Bank)থেকে গ্রাহকরা একেবারে ২০ হাজার টাকার বেশি অংকের টাকা (Cash Withdrawal Limit) তুলতে পারবেন না।
- দ্য সিউড়ি ফ্রেন্ডস ইউনিয়ন কো-অপারেটিভ ব্যাংক(Bank) লিমিটেড এর ক্ষেত্রে RBI এর নিয়ম অনুসারে
গ্রাহকরা একেবারে ৫০ হাজার টাকার বেশি অঙ্কের টাকা তুলতে পারবেন না। - সিউড়ি কো-অপারেটিভ ব্যাংক(Bank), বাহরাইচের ন্যাশনাল আরবান কো-অপারেটিভ ব্যাংক(Bank)
লিমিটেডের, মনসুখ মন্দাবিয়া ব্যাংক(Bank), বাবা রামদেব কো-অপারেটিভ ব্যাংক(Bank) এর ক্ষেত্রেও
গ্রাহকরা RBI এর নিয়ম অনুসারে ১০ হাজার টাকার বেশি তুলতে (Cash Withdrawal Limit) পারবেন না।
আরও পড়ুন : Swami Vivekananda Scholarship: স্বামী বিবেকানন্দ স্কলারশিপে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হলো