Cricket in Olympics : ক্রিকেট প্রেমীদের সুখবর, অলিম্পিকে ক্রিকেট। দীর্ঘ 128 বছর পর অলিম্পিক্সে ক্রিকেট যুক্ত হলো।
২২ গজের লড়াই কি দেখতে পাবো Olympics এ?
অলিম্পিকে ক্রিকেট (Cricket in Olympics) যুক্ত হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আইসিসির(ICC) তরফে অলিম্পিকে ফের ক্রিকেট শুরু করার জন্য চেষ্টা শুরু হয়েছে। এই ব্যাপারে আন্তর্জাতিক অলিম্পিক কাউন্সিলকে ICC এর তরফে প্রস্তাব দেওয়া হবে। ফের অলিম্পিকে খেলার তালিকায় ক্রিকেট অন্তর্ভুক্ত হয় তাহলে ১২৮ বছর পরে পুনরায় অলিম্পিক্সে ক্রিকেট খেলা শুরু হবে।
More Details of Indian Cricket Council : https://www.icc-cricket.com/homepage
অলিম্পিকে কি সত্যিই যুক্ত হলো ক্রিকেট?
ICC এর তরফে অলিম্পিকে ক্রিকেটের মঞ্চ তৈরীর চেষ্টা শুরু করে দেওয়া হয়েছে। ২০২৮ সালে আমেরিকার লস এঞ্জেলসে অলিম্পিক (Olympic) অনুষ্ঠিত হবে। অলিম্পিক (Olympic) এ যাতে ২২ গজের লড়াই চালু হতে পারে সেই ব্যাপারে আইসিসির তরফে উদ্যোগ নেওয়া শুরু হয়েছে।
অলিম্পিকে ক্রিকেট চালু করার ব্যাপারে আন্তর্জাতিক অলিম্পিক কাউন্সিলকে (International Olympic Council) আইসিসির(ICC) তরফে প্রস্তাব দেওয়া হচ্ছে।
More Details of International Olympic Council : https://olympics.com/ioc/overview
কিভাবে ক্রিকেট টিমের বাছাই পর্ব হবে?
ICC সূত্রে জানা গিয়েছে, ক্রিকেটের T-20 রাঙ্কিং যে ৬টি দল শীর্ষে থাকবে তারাই অংশগ্রহণ করতে পারবে। সেক্ষেত্রে ভারতের যোগদানের প্রবল সম্ভাবনা রয়েছে বলেই মনে করা হচ্ছে।
২২ গজের লড়াই এর আগেও যুক্ত ছিল অলিম্পিক এ ?
১৯০০ সালে প্যারিস অলিম্পিকে(Olympic) ক্রিকেট অন্তর্ভুক্ত ছিল। সেবার সোনা জয় করেছিল ইংল্যান্ড।
ক্রিকেট দল কিভাবে গঠন করা হবে ,২০২৮ সালে আমেরিকার লস এঞ্জেলসে অলিম্পিক এ (Olympic)।
ক্রিকেটের দল গঠন করা হবে ২টি গ্রুপে। ৬টি করে টিম ২ গ্রুপে ভাগ করে দেওয়া হবে। প্রত্যেকটি দলের ১৪ জন খেলোয়াড়ের নাম দেওয়া যাবে। সেমিফাইনালে যে ২টি দল জয়ী হবে তারা ফাইনালে মুখোমুখি হবে। আবার যারা সেমিফাইনালে হেরে যাবে তারা ব্রোঞ্জ পদকের জন্য মুখোমুখি হবে।
যদি ২০২৮ সালের অলিম্পিকে যে ২৮ টি খেলা অন্তর্ভুক্ত হতে চলেছে, তার মধ্যে অলিম্পিক্সে ক্রিকেট থাকে তাহলে ১২৮ বছর পরে ফের অলিম্পিকে ২২ গজের লড়াই দেখতে পাওয়া যাবে।
আরও পড়ুন : Sourav Ganguly | ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে সম্মানিত ‘বাংলার গর্ব’ সৌরভ গঙ্গোপাধ্যায় |