Govt Job Recruitment 2023 : বন দপ্তরে কর্মী নিয়োগ ! যেকোনো জেলা থেকে আবেদন।

WhatsApp Group Join Now
Google News Follow

Govt Job Recruitment 2023 : বন পরিষেবা দপ্তরে তথা ফরেস্ট সার্ভিস ডিপার্টমেন্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। নিয়োগের বিশেষ বিশেষত্ব হলো, এখানে যেকোনো রাজ্য তথা জেলার যেকোনো প্রান্ত থেকে যেকেউ চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

Click here for Official Notification : https://drive.google.com/file/d/1FpOYZ2FztSwtXseh5-Q5lIfiGgmGQZc8/view?usp=share_link

কীভাবে আবেদন করবেন(Recruitment Procedure)

  • অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইন আবেদনের লিঙ্ক এ ক্লিক করুন।

Click here for Official Website : https://upsc.gov.in/

  • ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড।
  • সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট।
  • কাস্ট সার্টিফিকেট যদি থাকে।
  • ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে।
  • রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার।

Click here for Apply Online for New Registration: https://upsconline.nic.in/upsc/OTRP/registration.php

Click here for Apply Online If already Registered: https://upsconline.nic.in/upsc/OTRP/index.php

নিয়োগকারী সংস্থা(Recruitment Agency) ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন তথা UPSC এর মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেক্ষেত্রে ইন্ডিয়ান তথা ভারতীয় ফরেস্ট সার্ভিসে নেওয়া হবে কর্মী।

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) : স্বীকৃত  যেকোনো ইউনিভার্সিটি থেকে স্নাতক পাশ করে থাকতে হবে। সেক্ষেত্র আপনি যেকোনো শাখার ওপর স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে পারেন।

বয়সসীমা(Age Limit) : আবেদনের ক্ষেত্রে ন্যুনতম বয়স রাখা হয়েছে 21 বছর। সর্বোচ্চ 32 বছরের প্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।

আবেদনের সময়সীমা(Application Deadline) : 21 ফেব্রুয়ারি, 2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন।

আরও পড়ুন  : MTS Recruitment 2023 : ১৩৫ শূন্যপদে মাল্টি টাস্কিং স্টাফ পদে কর্মী নিয়োগ ! মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যাবে।

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles