Group-C, D Supervisor Recruitment 2022|মাধ্যমিক পাশে গ্রুপ সি(Group C), গ্রুপ ডি(Group D) ও সুপারভাইজার(Supervisor) পদে নিয়োগ, বেতন 29200 টাকা|

WhatsApp Group Join Now
Google News Follow

Group-C, D Supervisor Recruitment 2022 : মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশে গ্রুপ সি(Group C), গ্রুপ ডি(Group D) ও সুপারভাইজার(Supervisor) পদে কর্মী নিয়োগ। রাজ্যের যেকোনো জেলার বাসিন্দা হোন না কেন এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। সব থেকে বড় কথা হলো, এখানে ন্যুনতম মাধ্যমিক পাশ যোগ্যতায় চাকরির জন্য আবেদন করতে পারবেন। উচ্চ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের জন্য আরো বড় পোস্টের চাকরির সুযোগ রয়েছে।

Click Here for Details Advertisement & Application From

পদের নাম(Name of the Post) : গ্রুপ সি(Group C) লেভেলে কর্মী নিয়োগ(Govt Group-C Recruitment 2022), গ্রুপ ডি(Group D) লেভেলে কর্মী নিয়োগ (Govt Group-D Recruitment 2022) এবং সুপারভাইজার(Supervisor) পদে কর্মী নিয়োগ করা হচ্ছে।

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) : ন্যুনতম মাধ্যমিক পাশ যোগ্যতায় এখানে চাকরির
নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন। সেক্ষেত্রে উচ্চমাধ্যমিক কিংবা স্নাতক ডিগ্রি পাস করে থাকলে আরো উচু লেভেলের পদের জন্য আবেদন করা যাবে।

বয়সসীমা (Age Limit) : চাকরি প্রার্থীর বয়স হতে হবে অবশ্যই ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীরা এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। যারা ওবিসি ক্যাটাগরি চাকরি তারা এখানে তিন বছর বয়সের ছাড় পাবেন এবং SC/ST ক্যাটাগরির চাকরি প্রার্থীরা এখানে পাঁচ বছর বয়সের ছাড় পাবেন।

আবেদন জানাবেন কীভাবে (How to Apply)?

  • প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগের অফিসিয়াল আবেদনপত্র সংগ্রহ করতে হবে।
  •  আবেদনপত্র (Application Form) ডাউনলোড করে একটি সাদা A4 সাইজের পেপারে বের করে নিন।
  • এবার নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্ম টি খুব ভালো করে পূরণ করে ফেলুন।
  • নিজের নাম, বাবার নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস, মোবাইল নম্বর এবং ইমেল আইডি ইত্যাদি সকল তথ্য দেবেন।
  • রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন সঙ্গে একটি সিগনেচার করবেন ফর্মে। পাশাপাশি নিজের যাবতীয় কিছু ডকুমেন্ট ভালো করে জেরক্স এবং সেল্ফ অ্যাটেস্টেড করে এই ফর্মের সঙ্গে যুক্ত করুন।

আবেদনফি (অফেরতযোগ্য) [APPLICATION FEES (NON-REFUNDABLE)]:

S No

Category Application Fees
(a) General candidates and EWS including Ex-servicemen

Rs 50/-

(b)

Other Backward Class candidates Rs 50/-

(c)

Scheduled Caste & Scheduled Tribe

NIL

(d) Persons with Benchmark Disabilities

NIL

 

Application fee (Non-Refundable), directly through online URL link

আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্ট জমা দিবেন (Documents Require):

  • মাধ্যমিকের(Madhyamik)এডমিট কার্ড
  • বয়সের প্রমাণপত্র(Age Proof Certificate)
  • সমস্ত শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস(All Educational Qualification Documents)
  • পাসপোর্ট সাইজের ফটোকপি(Photograph)
  • আধার কার্ড অথবা ভোটার কার্ড(Aadhar Cars Or Voter Card)
  • কাস্ট সার্টিফিকেট যদি থাকে(Cast Certificate if Applicable)
  • নিজস্ব মোবাইল নাম্বার ও ইমেইল আইডি(E-Mail ID & Mobile umber)
  • কোন অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে(Experience Certificate If Any)

বেতন(Salary): সর্বোচ্চ পদের(Govt Group-D Recruitment 2022) ক্ষেত্রে মাসিক সর্বনিম্ন বেতন
29,200/- টাকা থেকে শুরু হচ্ছে।

আবেদনের সময়সীমা:30 সেপ্টেম্বর, 2022 তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

Click Here for Official Website

আরও পড়ুন : PNB Recruitment : পশ্চিমবঙ্গে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে Group-D (পার্টটাইম সুইপার) পদে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ।

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles