PNB Recruitment : পশ্চিমবঙ্গে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে Group-D (পার্টটাইম সুইপার) পদে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ।

Join Our WhatsApp Group For New Update

PNB Recruitment : পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফের রাজ্যে আবারও প্রচুর গ্রুপ-ডি কর্মী নিয়োগ। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং মাধ্যমিক পাশ করে থাকেন বা অষ্টম শ্রেণী পাস করে থাকেন অথবা আপনার যদি কোন রকম শিক্ষাগত যোগ্যতা না থাকে তাহলেও আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় হবে এই নিয়োগ ।

Click Here for Official Notification

পদের নাম(Name of the Post) : Group-D ( পার্টটাইম সুইপার)

বয়স(Age Limit):- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে। বয়স হিসেব
করতে হবে ১ লা জানুয়ারি, ২০২২ তারিখের পরিপ্রেক্ষিতে। আপনি যদি SC/ST ক্যাটাগরির প্রার্থী হয়ে
থাকেন তাহলে আপনি 5 বছরের বয়সের ছাড় পাবেন এবং আপনি যদি OBC প্রার্থী হয়ে থাকেন তাহলে
আপনি 3 বছর বয়সের ছাড় পাবেন।

বেতন(Salary): আপনি যদি এখানে চাকরি করেন তাহলে আপনাকে 9560/- টাকা বেতন দেওয়া হবে এবং
সঙ্গে আরো অন্যান্য ভাতা যুক্ত হয়ে মূল মাইনে 10- 12 হাজার টাকা হবে।

আবেদনের শেষ তারিখ(Last Date of Application): 05/09/2022 তারিখের আগে আবেদন করতে হবে।

আবেদন পদ্ধতি(How to Apply):  আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আপনি আবেদনপত্রটি পোস্ট অফিসের মাধ্যমে বা স্পিড পোস্ট এর মাধ্যমে পাঠাতে পারেন। এখানে আবেদন করতে চাইলে চাকরিপ্রার্থীদের প্রথমেই একটি বায়োডাটা বানাতে হবে।

বায়োডাটা বানানোর ক্ষেত্রে নিচের ফরমেটটা ব্যবহার করতে পারেন

  • নাম :
  • পিতার নাম/স্বামী /স্ত্রীর নাম :
  • জন্মতারিখ ০১.০৭.২০২২ অনুযায়ী বয়স :
  •  কোন জেলার স্থায়ী অধিবাসী :
  • শিক্ষাগত যোগ্যতা:
  • শ্রেণি (সাধারণ/ এসসি/ এসটি/ ওবিসি / ইডব্লিউএস):
  • স্থায়ী ঠিকানা :
  • যোগাযোগের ঠিকানা :
  • মোবাইল নম্বর :
  • এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড নম্বর
  • স্থান :
  • স্বাক্ষর :

আবেদনপত্র পাঠানোর ঠিকানা : সার্কেল হেড, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, সার্কল অফিস পুরুলিয়া, এইচআরডি ডিপার্টমেন্ট, শশধর গাঙ্গুলি রোড, রাজাবাঁধপাড়া, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ, পিন-৭২৩১০১।

নিয়োগ স্থান: আপনাকে নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের জেলার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে। এই নিয়োগের
বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পুরুলিয়া জেলায়।

আবেদন করতে যে সমস্ত ডকুমেন্টের বা কাগজপত্র প্রয়োজন সেগুলি হল:

  •  আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট,
  • মাধ্যমিকের এডমিট কার্ড,
  • আধার কার্ড
  • ভোটার কার্ড
  • প্যান কার্ড
  • 4 কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো,
  • জন্মের প্রমাণপত্র,
  • বাসিন্দা সার্টিফিকেট ( প্রধান বা কোন আধিকারিক এর নিকট থেকে আনতে হবে)

আরও পড়ুন :  Ramkrishna Mission Recruitment 2022 : রামকৃষ্ণ মিশনে গ্রুপ-D চাকরি- ক্লার্ক,
পিয়ন, ওয়ার্কশপ ইন্সট্রাক্টর পদে নিয়োগ।

Join Our WhatsApp Group For New Update

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles