HelpOne Scholarship 2024 : যে সকল ছাত্রছাত্রীরা এখনও কোন স্কলারশিপ প্রকল্পে আবেদন করতে পারো নি বা করো নি তারা অবশ্যই হেল্প ওয়ান স্কলারশিপের প্রকল্পে আবেদন করতে পারবেন।সমগ্র ভারত জুড়েই ছাত্রছাত্রীরা এই প্রকল্পে আবেদন করতে পারেন। কীভাবে আবেদন করবেন বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।
Click here for Official Notification : https://www.vidyasaarathi.co.in/Vidyasaarathi/resources/308/1118_12.html
হেল্প ওয়ান স্কলারশিপ সমন্ধে কিছু তথ্য জেনে নেওয়া যাক।
হেল্প ওয়ান স্কলারশিপ – ইটন ইন্ডিয়া ফাউন্ডেশনের তত্বাবধানে সমস্ত দুঃস্থ ও আর্থিকভাবে সহায়সম্বলহীন ছাত্রছাত্রীদের আর্থিক সাহায্য দিতেই এই প্রকল্পের উদ্ভাবন। বিভিন্ন ক্লাস ও পড়াশুনার স্তর ভিত্তিতে এই স্কলারশিপ বিতরন করা হয়।
শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে কত টাকা করে স্কলারশিপ পাবে ছাত্র-ছাত্রীরা।
কোন ক্লাসের প্রার্থীরা আবেদন করতে পারবেন | বৃত্তির পরিমান |
প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রী | ২৫০০০ টাকা |
মাধ্যমিকে নূন্যতম ৩৫%, উচ্চমাধ্যমিকে নূন্যতম ৩৫%, ডিপ্লোমাতে নূন্যতম ৩৫% | ২৫০০০ টাকা |
উচ্চমাধ্যমিক পাসে কোন পেশাদার কোর্সে ভর্তি | ২৫০০০ টাকা |
প্রথম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য | ২৫০০০ টাকা |
পোস্ট গ্রাজুয়েট ছাত্রছাত্রীদের জন্য | ২৫০০০ টাকা |
আন্ডার গ্রাজুয়েট ছাত্রছাত্রীদের জন্য | ২৫০০০ টাকা |
আবেদনকারীর ছাত্র-ছাত্রীরা শিক্ষাগত যোগ্যতা।
- প্রার্থীকে অবশ্যই ভারতবর্ষের মধ্যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মধ্যে যে কোন ক্লাসে পাঠরত হতে হবে।
- বাৎসরিক আয় ৫ লক্ষ টাকার নিচে হতে হবে।
- AICTE/NAAC/UGC/Govt স্বীকৃত কোন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত থাকতে হবে।
- আবেদনকারীর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র।
- আবেদনকারীর নিজস্ব ছবি।
- জাতীয় পরিচয়পত্রের প্রমান।
- স্থায়ী ঠিকানার প্রমান।
- পারিবারিক বাৎসরিক আয়ের প্রমান।
- শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভর্তির শংসাপত্র বা রসিদ।
- প্রার্থীর কলেজের প্রারম্ভিক পরীক্ষার মার্কশিট।
- প্যান/ আধার কার্ড।
Click here for Apply Online : https://www.vidyasaarathi.co.in/Vidyasaarathi/index
আবেদন প্রক্রিয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ।
আবেদন শুরুর তারিখ | বর্তমানে আবেদন খোলা রয়েছে |
আবেদন শেষের তারিখ | ১৫/২/২০২৪ (১৫ই ফেব্রুয়ারি আবেদন চলবে) |
যোগাযোগ করুন সহায়তার জন্য – vidyasaarathi@proteantech.in, অথবা আমাদের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমস্ত রকমের সহায়তার জন্য যোগাযোগ ও আপডেট পাবেন।