ICC World Test Championship Point Table : অস্ট্রেলিয়ার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে একটি ড্র-ই যথেষ্ট ! ভারতের সমীকরণ দেখে নিন।

WhatsApp Group Join Now
Google News Follow

ICC World Test Championship Point Table : ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ২টি সিরিজের ৫টি টেস্টের মধ্যে অন্তত ৪টিতে জিতলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার প্রবল সম্ভাবনা ছিল পাকিস্তানের। তবে নিজেদের ডেরায় ২টি টেস্ট সিরিজকে যথাযথ কাজে লাগাতে ব্যর্থ বাবর আজমরা।

Click here for more Details ICC World Test Championship Point Table : https://www.icc-cricket.com/world-test-championship/standings

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড় পাকিস্তান এর।

ইংল্যান্ডের কাছে টানা তিনটি টেস্ট হারার পরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ড্র করে পাকিস্তান।স্বাভাবিকভাবেই তাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার আশা এবারের মতো শেষ হয়ে যায়।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের যাওয়ার দৌড় নিশ্চিত অস্ট্রেলিয়ার।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে রয়েছে চারটি দল।অস্ট্রেলিয়ার হাতে রয়েছে ৫টি (দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১টি এবং ভারতের বিরুদ্ধে ৪টি) টেস্ট।একটি টেস্ট ড্র করলেই অস্ট্রেলিয়া সরকারিভাবে ফাইনালের টিকিট হাতে পেয়ে যাবে। জিতলে তো কোনও কথাই নেই।

অস্ট্রেলিয়া যদি পাঁচটি ম্যাচ হেরে যায় তাহলে কি ফাইনালে যাওয়ার টিকিট নিশ্চিত করবে অস্ট্রেলিয়া।

এমনটা নয় যে, শেষ পাঁচটি ম্যাচ হারলে ফাইনালে ওঠার সম্ভাবনা থাকবে না অস্ট্রেলিয়ার। বরং তার পরেও খেতাবি লড়াইয়ে জায়গা করে নেওয়ার দৌড়ে টিকে থাকবে তারা। তবে কোনও একটি ম্যাচ না হারলেই বাকিদের ধরাছোঁয়ার বাইরে চলে যাবে অস্ট্রেলিয়া।

টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনালে ওঠার কি সম্ভাবনা আছে দক্ষিণ আফ্রিকা বা শ্রীলংকার ?

দক্ষিণ আফ্রিকাকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াইয়ে টিকে থাকতে হলে তাদের শেষ ৩টি ম্যাচ (অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১টি ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২টি) জিততেই হবে। তার পরেও ভারত-অস্ট্রেলিয়া সিরিজের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে প্রোটিয়াদের। শ্রীলঙ্কাকেও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার আশা জিইয়ে রাখতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ২টি ম্য়াচ জিততেই হবে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল

১) অস্ট্রেলিয়া: ম্যাচ-১৪, জয়-১০, হার-১, ড্র-৩, পয়েন্ট-১৩২, পয়েন্টের শতকরা হার- ৭৮.৫৭।

২) ভারত: ম্যাচ-১৪, জয়-৮, হার-৪, ড্র-২, পয়েন্ট-৯৯, পয়েন্টের শতকরা হার- ৫৮.৯৩।

৩) শ্রীলঙ্কা: ম্যাচ-১০, জয়-৫, হার-৪, ড্র-১, পয়েন্ট-৬৪, পয়েন্টের শতকরা হার- ৫৩.৩৩।

৪) দক্ষিণ আফ্রিকা: ম্যাচ-১২, জয়-৬, হার-৬, ড্র-০, পয়েন্ট-৭২, পয়েন্টের শতকরা হার- ৫০.০০।

৫) ইংল্যান্ড: ম্যাচ-২২, জয়-১০, হার-৮, ড্র-৪, পয়েন্ট-১২৪, পয়েন্টের শতকরা হার- ৪৬.৯৭।

৬) ওয়েস্ট ইন্ডিজ: ম্যাচ-১১, জয়-৪, হার-৫, ড্র-২, পয়েন্ট-৫৪, পয়েন্টের শতকরা হার- ৪০.৯১।

৭) পাকিস্তান: ম্যাচ-১৩, জয়-৪, হার-৬, ড্র-৩, পয়েন্ট-৬০, পয়েন্টের শতকরা হার- ৩৮.৪৬।

৮) নিউজিল্যান্ড: ম্যাচ-১০, জয়-২, হার-৬, ড্র-২, পয়েন্ট-৩২, পয়েন্টের শতকরা হার- ২৬.৬৭।

৯) বাংলাদেশ: ম্যাচ-১২, জয়-১, হার-১০, ড্র-১, পয়েন্ট-১৬, পয়েন্টের শতকরা হার- ১১।

আরও পড়ুন : ICC World Test Championship : দক্ষিণ আফ্রিকার হারে সুবিধা হল ভারতের, টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের দুইয়ে উঠে এল ভারত!

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles