Indian Railway Recruitment : দক্ষিণ পূর্ব রেলওয়ে তরফে মাধ্যমিক পাশে বিনামূল্যে প্রশিক্ষণের মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতীয় যে কোন নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারেন। আবেদন পদ্ধতি সহ শিক্ষাগতা যোগ্যতা সম্বন্ধে বিস্তারিত তথ্য জানতে হলে আজকের এই প্রতিবেদনটি ভালোভাবে পড়তে হবে।
Recruitment Organization | South Eastern Railway (SER) |
Post Name | Act Apprentice |
Advt. No. | SER/P-HQ/ RRC/PERS/ ACT APPRENTICES/ 2022-23 |
Vacancies | 1805 |
Stipend | As per Apprenticeship Rules |
Last Date to Apply | February 2, 2023 |
Official Website | rrcser.co.in |
Click here for Official Website :https://drive.google.com/file/d/1UmwYZ2P2nIfN-BLDtrbTq4r2ZhoqTMLO/view?usp=share_link
Notice No. : SER/P-HQ/RRC/PERS/ACT APPRENTICES/2022-23
পদের নাম(Name of the Post) : Act Apprentice
মোট শূন্যপদ (Total Number of Vacancy) : ১৮৭৫ টি ।
যে সমস্ত ট্রেডে নিয়োগ করা হবে(All trades to be employed) : Fitter, Turner, Welder, Electrician, Mechanics Disel, Machinist, Painter, Carpenter, Wireman, Welder, Lineman সহ বিভিন্ন ট্রেড এ নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) : মাধ্যমিক পাস সহ সংশ্লিষ্ট ট্রেড এ আইটিআই(ITI) পাশ করলে আবেদন করতে পারে।
বয়স(Age Limit) : প্রার্থীর বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। বয়সের হিসাব হবে ১ জানুয়ারি ২০২৩ এর তারিখ অনুযায়ী।
আবেদন পদ্ধতি(Application Process) : অনলাইনের মাধ্যমে প্রার্থীদের আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, শিক্ষাগতা যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদনের ফি(Application Fees) : জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা পেমেন্ট করতে হবে। এসি ,এস টি, পি ডব্লিউ ডি এবং ওম্যান প্রার্থীদের ক্ষেত্রে কোনরকম ফি লাগবে না।
আবেদনের শেষ তারিখ(Last Date of Application) : আবেদনের শেষ তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৩।
নিয়োগ পদ্ধতি(Recruitment process) : মেরিট লিস্টের ভিত্তিতে ট্রেড টেস্ট ও মেডিকেল ফিটনেস টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।
যে সমস্ত জায়গায় নিয়োগ করা হবে(All the places that will be appointed) : খড়গপুর, সাঁতরাগাছি,চক্রধরপুর, রাঁচি, টাটা সহ বিভিন্ন জায়গায় নিয়োগ করা হবে।
আরও পড়ুন : Railway Recruitment : ভারতীয় রেলে শূন্য পদে কর্মী নিয়োগ, আবেদন করতে পারবেন মাধ্যমিক পাশে।