Indian Navy Recruitment : গ্রুপ C পদে কয়েকশো নিয়োগ ভারতীয় নৌসেনায় !!!মাধ্যমিক পাশে করুন আবেদন!!!

WhatsApp Group Join Now
Google News Follow

Indian Navy Recruitment : ভারতীয় নৌসেনার Andaman Nicobar Command এর তরফে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এতে মোট ৩৬২ টি শূন্যপদে গ্রুপ C বিভাগে নিয়োগ করা হবে।

যেকোনো ভারতীয়, তথা পশ্চিমবঙ্গের যোগ্য চাকরিপ্রার্থীও এই সমস্ত শূন্যপদে আবেদন করতে পারবে। আগামী ২৬.০৮.২০২৩ থেকে শুরু হবে অনলাইন আবেদন।

নিয়োগকারী সংস্থা Headquarters, Andaman Nicobar Command
Advertisement no.
অফিসিয়াল ওয়েবসাইট joinindiannavy.gov.in
মোট শূন্যপদ  ৩৬২ টি।
আবেদন শুরু ২৬.০৮.২০২৩
আবেদন শেষ ২৫.০৯.২০২৩

 

পদের নাম : Tradesman Mate (Group ‘C’, Non-Gazetted)

শূন্যপদ : ৩৬২ টি।

শিক্ষাগত যোগ্যতা :  স্বীকৃত কোনো বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করে থাকলে আবেদনযোগ্য। সেইসাথে, নীচে উল্লেখিত যেকোনো বিভাগে ITI কোর্স করা থাকলে যোগ্য হিসেবে গণ্য হবেন।

বয়স সীমা : সর্বনিম্ন ১৮ বছর ও সর্বোচ্চ ২৫ বছর। তবে সংরক্ষিত শ্রেণীর আবেদনকারীগণ সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন।

নিয়োগ পদ্ধতি : মাধ্যমিকে পাওয়া নম্বরের ভিত্তিতে মোট আবেদনের ১:২৫ অনুপাতে লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে, সেখানে ১০০ টি MCQ টাইপ প্রশ্ন থাকবে। তারপর মেরিট লিস্ট প্রকাশ করে ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে, সবশেষে মেডিকেল টেস্ট করে চূড়ান্ত মেরিট প্রকাশ করে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি : ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন জানাতে হবে। এর জন্য-

  • আবেদনকারী প্রার্থীদের প্রথমে অফিসিয়াল Recruitment ওয়েবসাইট https://karmic.andaman.gov.in/HQANC -তে যেতে হবে।

Click here for Official Website : https://karmic.andaman.gov.in/HQANC

  • সেখানে উল্লেখিত Apply Online অপশনে ক্লিকের পর “Recruitment for the
    post of Tradesman Mate, Headquarters, Andaman and Nicobar Command” অপশনে ক্লিক করে ফর্ম ফিলাপ সম্পন্ন করতে হবে।
  • ডকুমেন্ট আপলোড করা সময় প্রার্থীদের শুধুমাত্র JPEG ফরম্যাটে যাবতীয় ডকুমেন্টস ও ছবি আপলোড করতে হবে।

আবেদন ফি : এই পদে আবেদনের জন্য কোনো প্রার্থীদেরই আবেদন ফি জমা দিতে হবেনা।

Click here for Official Notification or Know about how to apply online : https://drive.google.com/file/d/1KbtCvtlpdZxlRIN6OKSL46tlvw2Jh-TR/view?usp=sharing

আরও পড়ুন : HAL Recruitment 2023 : 1060 ট্রেড শিক্ষানবিশ পদের জন্য আবেদন করুন !!!

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles