Private Scholarship in West Bengal : ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় স্কলারশিপ যে কতটা জরুরি তা আমরা সকলেই জানি ! সেটা পড়াশোনা টিউশন ফি, স্কুল-কলেজের যাতায়াতের খরচ, হোস্টেলের খরচ এবং পড়াশোনার সামগ্রিক খরচ। মেধাবী পড়ুয়াদের সরকার ও বিভিন্ন সংস্থা স্কলারশিপ দেওয়ার মাধ্যমে তাদের পড়াশোনা কে সাপোর্ট করে এবং ভবিষ্যতে এগিয়ে যেতে অনেকটাই সাহায্য করে।
আজকের এই প্রতিবেদনে, আবারো কিছু বিশেষ স্কলারশিপ এর লিস্ট নিয়ে এসেছি যেগুলির আবেদন ফরম ফিলাপ বর্তমানে চলছে!!!
Private Scholarship for West Bengal Students :
বর্তমানে যে যে বেসরকারি বা প্রাইভেট সংস্থার স্কলারশিপ গুলির ফরম ফিলাপ চালু আছে, সেগুলি লিস্ট দেখে নিন –
বেসরকারি স্কলারশিপ তালিকা (আগস্ট)
স্কলারশিপের নাম |
বিবরণ ও আবেদন |
HDFC Bank স্কলারশিপ |
স্কলারশিপের নাম : বর্তমানে এইচ.ডি.এফ.সি ব্যাংক স্কলারশিপ-এর ফরম ফিলাপ চলছে (HDFC Parivartan Scholarship 2023-24) কারা আবেদন করতে পারবেন ?
|
বিশ্ববীনা স্কলারশিপ |
কারা আবেদন করতে পারবেন ?
উচ্চ মাধ্যমিক পাস করা পড়ুয়ারা, যারা ৮০ শতাংশ নম্বর পেয়েছে তারা এর জন্য আবেদন করতে পারবে। |
হিরো রমণকান্ত স্কলারশিপ |
উচ্চ মাধ্যমিকের পর যে সকল পড়ুয়া ফাইন্যান্স কোর্সে ভর্তি হয়েছে, তাদের জন্য হিরো-FinCorp কোম্পানির তরফ থেকে এই রমনকান্ত স্কলারশিপ দেওয়া হচ্ছে। |
Click here for Apply Online for HDFC Parivartan Scholarship 2023-24 : https://www.buddy4study.com/page/hdfc-bank-parivartans-ecss-programme
Application Form For 2023-2024 Fresh Applicants Of Scholarships(বিশ্ববীনা স্কলারশিপ) : https://drive.google.com/file/d/17r5UhOCPPDqxFkp1imsHsrKNRLpTPPkd/view?usp=sharing
Application Form For The Renewal Of Scholarships(বিশ্ববীনা স্কলারশিপ) : https://drive.google.com/file/d/1wMwp_5JZ1cMjkOrzDjiOHdY_vAmBV9DE/view?usp=sharing
Click here for Apply Online(রমণকান্ত স্কলারশিপ) : https://www.buddy4study.com/page/raman-kant-munjal-scholarships?ref=https://www.wbguider.com/hero-raman-kant-scholarship