Indian Railway Recruitment 2023 : ভারতীয় রেলে ২৪০৯ শূন্য পদে কর্মী নিয়োগ !!! মাধ্যমিক পাশে চাকরি!!!

Join Our WhatsApp Group For New Update

Indian Railway Recruitment 2023 : মাধ্যমিক পাস যোগ্যতায় প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইন্ডিয়ান রেলওয়ে তরফ থেকে প্রকাশিত হয়েছে। ভারতবর্ষের নাগরিক হলে এখানে আবেদন করা যাবে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ২৩ টি জেলা থেকে সকল চাকরিপ্রার্থী আবেদনযোগ্য। অনলাইন এর মাধ্যমে আবেদন করা যাবে।

Click here for Official Notification : https://drive.google.com/file/d/1rhthlg-xJQPDtwHEXftaKkOmvyqGJfmr/view?usp=sharing

নিয়োগ সংস্থা Central Railway
পদের নাম Apprentice Posts
মোট শূন্যপদ ২৪০৯ টি
আবেদন মাধ্যম অনলাইনে
আবেদন শেষ ২৮-০৯-২০২৩

 

পদের নাম : যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হচ্ছে – অ্যাপ্রেন্টিস (Apprentice)।

শূন্যপদ : বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে ২৪০৯ জনকে নিয়োগ করা হবে।

  • Welder,
  • Electronics Mechanic,
  • Electrician, Fitter,
  • Turner, Machinist,
  • Carpenter,
  • Mechanic (Motor Vehicle),
  • Mechanic (DSL),
  • Wireman,
  • Mechanic Refrigeration & AC আরও বেশ কয়েকটি ট্রেড এ এই পদ গুলিতে কর্মী নিয়োগ করা হবে।

বয়স সীমা : আবেদন করার জন্য বয়স সীমা ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হলেই এখানে আবেদন করা যাবে। আবেদন করার সময় অতি অবশ্যই প্রার্থীদের জন্ম হতে হবে ২৯-০৮-১৯৯৯ থেকে ২৯-০৯-২০০৮ অনুযায়ী বয়সের হিসাব করতে হবে। তাছাড়া সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড়ো এখানে পাওয়া যাবে।

বেতন : রেলওয়ে বোর্ডের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী প্রার্থীদের মাসিক বৃত্তি দেওয়া হবে। এছাড়াও, কোর্স শেষে দেওয়া হবে সার্টিফিকেট।

শিক্ষাগত যোগ্যতা : আবেদন করার জন্য যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৫০ শতাংশ নাম্বার নিয়ে মাধ্যমিক পাশ করা থাকতে হবে তার সঙ্গে অতি অবশ্যই উপরের উল্লেখিত টেড গুলির মধ্যে যেকোনো একটিতে অন্তত ITI সার্টিফিকেট থাকলে তবে এখানে আবেদন করা যাবে।

নিয়োগ প্রক্রিয়া : নিয়োগ করা হবে মাধ্যমিক ও ITI ট্রেডের প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করেই সঠিক ও যোগ্য প্রার্থীকে এখানে নিয়োগ করা হবে। এই সংক্রান্ত বিষয়ে আরো জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন।

আবেদন মূল্য : ১০০/- টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। তাছাড়া ST/SC/PWD/Women প্রার্থীদের কোনো রকম আবেদন ফি জমা দিতে হবে না তারা বিনামূল্যে অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবে।

কি ভাবে আবেদন করতে হবে?

  • এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
  • সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে (www.rrccr.com) গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।

Click here for Official Website : www.rrccr.com

Online Application for Engagement (Training) of Act Apprentice in Central Railway (2023-24) for 1st time Registration : https://rrccr.com/TradeApp/Registration/Index

Online Application for Engagement (Training) of Act Apprentice in Central Railway (2023-24) for login : https://rrccr.com/TradeApp/Login

  • এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
  • তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
  • সর্বশেষ আবেদনমূল্য দিয়ে নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
  • আরো ভালোভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন ও নিজের দায়িত্বে আবেদন করুন।

আবেদনের সময়সীমা : 28/09/2023 এখানে আবেদন করার শেষ দিন।

আরও পড়ুন : SBI Apprentice Recruitment 2023 : স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ !!! স্টাইপেন্ড ১৫ হাজার টাকা !!!

Join Our WhatsApp Group For New Update

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles