Indian Railways : QR কোডের মাধ্যমে তাত্ক্ষণিক টিকিট তো বটেই, সিজন টিকিট এবং প্ল্যাটফর্ম টিকিট রিনিউ করা যাবে। আগামিদিনে দেশের অন্য অংশেও এই সুবিধা আনতে পারে রেল।
Click here Official Website for Railway Ticket Booking : https://www.irctc.co.in/nget/train-search
- আরও আধুনিক হচ্ছে রেল। দক্ষিণ রেলের পালাক্কাদ বিভাগের সমস্ত ৬১টি স্টেশনে QR কোড-এর সুবিধা চালু করা হচ্ছে।
2. UTS অ্যাপের মাধ্যমে এই QR কোড স্ক্যান করলেই অসংরক্ষিত টিকিট কাটা যাবে।
3. QR কোডের মাধ্যমেই সিজন টিকিট এবং প্ল্যাটফর্ম টিকিট রিনিউ করা যাবে। আগামিদিনে দেশের অন্য অংশেও এই সুবিধা আনতে পারে রেল।
4. রেলের ঘোষণা অনুযায়ী স্টেশনে থাকা এই QR কোড স্ক্যান করে গন্তব্য বেছে নিতে হবে।
5. রেলওয়ে ওয়ালেট, ইউপিআই, ডেবিট বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং ব্যবহার করে টিকিটের দাম পেমেন্ট করা যাবে।
আরও পড়ুন : Indian Railway Recruitment 2022 : মাধ্যমিক পাশেই ভারতীয় রেলে চাকরির সুযোগ!