ITBP Recruitment : ITBP-তে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ১১ নভেম্বর আবধি করা যাবে আবেদন।
Click Here for Official Notification
নিয়োগকারী সংস্থা (Recruiting Agency) : ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ বাহিনী (Indo-Tibetan Border Police Force)।
পদের নাম (Name of the Post) : হেড কনস্টেবল (Head Constable) পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) : এই পদে আবেদনের জন্য শারীরবিদ্যায় ডিগ্রি অর্জন
করতে হবে।
বয়সসীমা(Age Limit) : ২০২২ সালের ১১ নভেম্বর অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে ২০ থেকে ২৫ বছরের মধ্যে। কেন্দ্রীয় সরকারের সংরক্ষণের নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড়
পাবেন।
বেতন(Salary) : প্রতি মাসে বেতন মিলবে ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা পর্যন্ত।
আবদেন পদ্ধতি(How to Apply) : পশ্চিমবঙ্গের যেকোনও জেলার ছেলে ও মেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারেন।অনলাইনেই করা যাবে আবেদন। আবেদন করার আগে www.recruitment.itbppolice.nic.in এ গিয়ে প্রার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে।
নিয়োগকারী সংস্থা (Recruiting Agency): ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ বাহিনী (Indo-Tibetan
Border Police Force)।
পদের নাম (Name of the Post) : হেড কনস্টেবল (Head Constable) পদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) : এই পদে আবেদনের জন্য শারীরবিদ্যায় ডিগ্রি অর্জন
করতে হবে।
বয়সসীমা(Age Limit) : ২০২২ সালের ১১ নভেম্বর অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে ২০ থেকে ২৫ বছরের মধ্যে। কেন্দ্রীয় সরকারের সংরক্ষণের নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড়
পাবেন।
বেতন(Salary) : প্রতি মাসে বেতন মিলবে ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা পর্যন্ত।
আবদেন পদ্ধতি(How to Apply) : পশ্চিমবঙ্গের যেকোনও জেলার ছেলে ও মেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারেন।অনলাইনেই করা যাবে আবেদন।আবেদন করারআগে www.recruitment.itbppolice.nic.in এ গিয়ে প্রার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে।
Click Here for 1st Time Registration
Click Here for Already Registered
আবেদন মূল্য(Examination Fees) : অসংরক্ষিত প্রার্থীদের আবেদন মূল্য বাবদ ১০০ টাকা করে দিতে হবে। মহিলা বা প্রাক্তন কর্মী, তফসিলি উপজাতি ও তফসিলি জনজাতিদের থেকে আবেদন মূল্য বাবদ কোনও টাকা নেওয়া হবে না।
আবেদন শুরুর তারিখ(Application Start Date) : ১৩ অক্টোবর থেকে শুরু হবে আবেদেন।
আবেদনের শেষ তারিখ(Application End Date) : ১১ নভেম্বর অবধি আবেদন করা যাবে।
নির্বাচন পদ্ধতি : কয়েক ধাপে প্রার্থী বাছাই প্রক্রিয়া চলবে। লিখিত পরীক্ষা, শারীরিক পরীক্ষা, মেডিক্যাল
পরীক্ষা ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।