ITBP Recruitment 2023 : ITBP কনস্টেবল নিয়োগ, মোট শূন্যপদের 458 টি ! যোগ্যতা মাধ্যমিক পাস !

Join Our WhatsApp Group For New Update

ITBP Recruitment 2023 : ভারত সরকারের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের অন্তর্গত ITBP বা ইন্ডো টিবেটন বর্ডার পুলিশ ফোর্স থেকে বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।

যেকোনো ভারতীয় নাগরিক তথা রাজ্যের অন্তর্গত প্রতিটি জেলা থেকেই ছেলে এবং মেয়ে সকলেই আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করবেন, কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কত লাগবে, বয়স কত দরকার, শূন্যপদের সংখ্যা কত ইত্যাদি সমস্ত তথ্য জানতে নিচের লেখাটি শেষ পর্যন্ত পড়ুন।

Click here for Official Notification : https://drive.google.com/file/d/1n8SNPzKZQFB9HEofpM9Pk86QG-XlNjx0/view?usp=sharing

ITBP Constable Recruitment
শূন্যপদ 458 টি
আবেদন মাধ্যম অনলাইন
নিয়োগকারী সংস্থা ITBP

 

পদের নাম(Name of the Post) : কনস্টেবল – ড্রাইভার (Constable – Driver)

শূন্যপদের সংখ্যা(Number of Vacancy) : সমস্ত ক্যাটাগরি মিলে এখানে সর্বমোট 458 টি শূন্যপদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) : 

  • যেকোনো স্বীকৃতি প্রাপ্ত বোর্ডের বিদ্যালয় থেকে কমপক্ষে মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
  • এছাড়াও ভারি যানবাহন চালানোর ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

বয়সসীমা(Age Limit) : কনস্টেবল পদে আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীর জন্ম 27.7.1996 তারিখ থেকে 26.06.2002 তারিখের মধ্যে হতে হবে। অর্থাৎ আবেদনকারী প্রার্থীর বয়স 21 থেকে 27 বছরের মধ্যে হতে হবে।

নির্বাচন প্রক্রিয়া(Recruitment Process) : আবেদনকারী প্রার্থীদের নিম্নলিখিত পর্যায়ে নির্বাচন করা হবে।

  • ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট বা PET।
  • ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট বা PST।
  • লিখিত পরীক্ষা।
  • ডকুমেন্টস ভেরিফিকেশন।
  • প্র্যাকটিক্যাল টেস্ট।
  • মেডিকেল এক্সামিনেশন।

আবেদন প্রক্রিয়া(Application Procedure) :

  • ইন্ডো টিবেটন বর্ডার পুলিশ ফোর্স থেকে প্রকাশিত এই চাকরির ক্ষেত্রে যারা আবেদন করতে চান তাদের সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

Click here for Website : https://recruitment.itbpolice.nic.in/

  • আবেদনের জন্য প্রথমে নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
  • অফিসিয়াল ওয়েবসাইটে নিজের নাম ও বৈধ ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
  • এরপরে আবেদন পত্রটি নির্দিষ্ট পদ অনুযায়ী সমস্ত তথ্য দিয়ে ভালো করে পূরণ করতে হবে।
  • আবেদনপত্রের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো স্ক্যান করে আপলোড করতে হবে।
  • সবশেষে নির্দিষ্ট আবেদন ফি জমা করে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে।

HOW TO REGISTER & APPLY ONLINE : https://recruitment.itbpolice.nic.in/statics/howtoregister

আবেদন শুরু 27.06.2023
আবেদন শেষ 26.07.2023

 

আবেদন ফি(Application Fees) :

জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের 100 টাকা জমা করতে হবে। এক্ষেত্রে প্রার্থীদের SC/ST/PWD কোনোরুপ আবেদন ফি দিতে হবে না।

আবেদন ফি জমা করতে হবে নেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে।

আরও পড়ুন : Railway RPF Recruitment 2023 : মাধ্যমিক পাশে রেলে চাকরির সুযোগ, শূন্যপদ ৯০০০ টি !

Join Our WhatsApp Group For New Update

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles