ITR Filing Rules: লুকোতে পারবেন না আয়।কর জমায় AIS ও TIS ফর্ম।

WhatsApp Group Join Now
Google News Follow

Contents

ITR Filing Rules:  সম্প্রতি এআইএস (AIS) বা অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট এবং টিআইএস (TIS) বা ট্যাক্সপেয়ার ইনফরমেশন সামারি চালু করেছে আয়কর দফতর। আইটিআর ফাইলিংয়ে স্বচ্ছতা এবং করদাতাদের কাছে বিষয়গুলি সরল করার জন্য এই পদক্ষেপ।

AIS and TIS System
AIS and TIS System

রিটার্ন জমা করার পরও কি আসতে পারে আয়কর নোটিশ?

আইটিআর ফাইলের পরেও আসতে পারে আয়কর নোটিস! আইটিআর ফাইলিংয়ের কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে। আইটিআর ফাইল করার আগে এই পরিবর্তনগুলি সম্পর্কে জানা দরকার। না হলে রিটার্ন জমা করার পরও আসতে পারে আয়কর নোটিশ ।

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় সীমা কি পেরিয়ে গেছে?

২০২১-২২ (FY22) আর্থিক বছর অর্থাৎ অ্য়াসেসমেন্ট ইয়ার ২০২২-২৩ (AY23)-এর জন্য আয়কর রিটার্নের (ITR Filing Rules) দাখিল শুরু হয়ে গিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আয়কর দেওয়ার বার্তা দিয়েছে আয়কর দফতর। এবার আইটিআর ফাইলের শেষ সময় ৩১ জুলাই।

ITR Files Last Date AY 2022-23
ITR Files Last Date AY 2022-23

AIS এবং TIS।

সম্প্রতি এআইএস (AIS) বা অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট এবং টিআইএস (TIS) বা ট্যাক্সপেয়ার ইনফরমেশন সামারি চালু করেছে আয়কর দফতর। আইটিআর ফাইলিংয়ে স্বচ্ছতা এবং করদাতাদের কাছে বিষয়গুলি সরল করার জন্য এই পদক্ষেপ।

AIS এবং TIS কী?

AIS: নতুন AIS ফর্মে বিভিন্ন উৎস থেকে আয়ের বিবরণ দিতে হবে করদাতাদের। এর মধ্যে রয়েছে সেভিংস অ্যাকাউন্ট থেকে অর্জিত সুদ, রেকারিং এবং স্থায়ী আমানত থেকে আয়, ডিভিডেন্ড থেকে আয়, মিউচুয়াল ফান্ড, সিকিউরিটিজ লেনদেন থেকে আয়, বিদেশ থেকে প্রাপ্ত অর্থ ইত্যাদি।

AIS
AIS

TIS: আইটিআর ফাইলিং সরলীকরণের জন্য় টিআইএস চালু করেছে আয়কর দফতর। এতে করদাতারা করযোগ্য অর্থের ব্যাপারে জানতে পারেন।

TIS
TIS

আইটিআর ফাইলিং সময় সত্যিই কি করদাতা দের জন্য খুবই দরকার (AIS এবং TIS)?

বেতনভোগী শ্রেণি কর্মচারী রা ফর্ম ১৬-এর ভিত্তিতে আইটিআর ফাইল করে থাকেন । অনেক ধরনের আয় এমনকি উপহারও আসে আয়করের আওতায়। এখানেই এআইএস (AIS) অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট এবং টিআইএস (TIS) বা ট্যাক্সপেয়ার ইনফরমেশন সামারি করদাতাদের জন্য সহায়ক হতে পারে। AIS-এ, আপনি বেতন ব্যতীত অন্যান্য উৎস থেকে প্রতিটি আয়ের বিশদ বিবরণ পাবেন, যা আয়কর আইন ১৯৬১-এর অধীনে বলা হয়েছে। অর্থাৎ করযোগ্য সমস্ত আয়ের তথ্য পাওয়া যাবে। সহজ কথায় AIS-এ যে কোনও একটি আর্থিক বছরের সমস্ত আর্থিক লেনদেনের বিশদ বিবরণ বলা যেতে পারে। TIS হল এর সারাংশ।

কী ভাবে ডাউনলোড করবেন AIS/TIS?

  • প্রথমে আয়কর ফাইলিং পোর্টালে যান ।
  • অ্যাকাউন্টে লগ ইন করুন প্যান নম্বর, পাসওয়ার্ডের সাহায্যে ।
  • মেনুতে পরিষেবা ট্যাবে যান ।
  • ড্রপডাউনে ‘Annual Information Statement (AIS)’ সিলেক্ট করুন।তাহলে একটা নতুন একটি ওয়েবসাইট খুলবে।

    AIS System
    AIS System
  • নতুন ওয়েবসাইটে AIS অপশন নির্বাচন করুন। AIS এবং TIS ডাউনলোডের বিকল্প দেখাবে।

    AIS and TIS
    AIS and TIS
  • PDF বা JSON ফর্ম্যাটে AIS এবং TIS ডাউনলোড করতে পারবেন খুব সহজেই।

    PDF or JSON Format Downloads
    PDF or JSON Format Downloads

আরও পড়ুন : ITR Filing FY 2021-22: Income Tax জমা দেবেন বাড়িতে বসে। 

 

 

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles