ITR Filing FY 2021-22: Income Tax জমা দেবেন বাড়িতে বসে। 

Join Our WhatsApp Group For New Update

Contents

ITR Filing FY 2021-22 :

ITR E Filing Last Date: 31 জুলাইয়ের মধ্যে 2021-22 অর্থবর্ষের আয়কর (Income Tax Return) রিটার্ন জমা দিতে হবে। সময়সীমার মধ্যে অনলাইনে আয়কর রিটার্ন (Income Tax Return) জমা না দিলে গুনতে হবে জরিমানা।

নির্দিষ্ট সময়ের মধ্যে রিটার্ন জমা না করতে পারলে দিতে হবে জরিমানা :

31 জুলাইয়ের মধ্যে 2021-22(ITR Filing FY 2021-22) অর্থ বর্ষের আয়কর রিটার্ন জমা দিতে হবে। সময়সীমার মধ্যে অনলাইনে আয়কর রিটার্ন (Income Tax Return) জমা না দিলে গুনতে হবে জরিমানা। হাতে রয়েছে আর মাত্র আট দিন সময়। এই সময়ের মধ্যে আয়কর রিটার্ন জমা না করলে 5,000 টাকা জরিমানা দিতে হবে।

রিটার্ন জমা দেওয়ার সময় অবশ্যই নিজের সঙ্গে রাখবেন কয়েকটি গুরুত্বপূর্ণ নথি:

অনলাইনে আয়কর রিটার্ন ফাইল করার সময় করদাতাকে সঙ্গে রাখতে হবে কয়েকটি গুরুত্বপূর্ণ নথি। সঙ্গে থাকতে হবে আধার কার্ড, ভোটার কার্ড, PAN কার্ড, Form 16, স্যালারি স্লিপ ও অন্যান্য প্রয়োজনীয় নথি।

বাড়িতে বসে কিভাবে 2021-22 অর্থবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন জমা দেবেন ? 

  1. e-filing (Income Tax Return)  ওয়েবসাইট ওপেন করুন
  2. রেজিস্টার অথবা লগ ইন করুন
  3. আগে লগ ইন করে থাকলে Login here সিলেক্ট করুন অথবা register yourself বাটনে ক্লিক করুন
  4. রেজিস্টার করার পরে ইউজারনেম, পাসওয়ার্ডের মাধ্যমে নিজের অ্যাকাউন্ট লগ ইন করুন
  5. e-File > income tax returns সিলেক্ট করে File Income Tax Return অপশন বেছে নিতে হবে
  6. এখানে নিজের সব তথ্য ও নথি আপলোড করুন
  7. এবার Assessment Year অপশনে সিলেক্ট করুন FY 2021-22
  8. সব তথ্য ও নথি আপলোড করার পরে তা মিলিয়ে নিন
  9. Form 26A ও AIS-এর সঙ্গে নিজের দেওয়া তথ্য মিলিয়ে নিন। এর পরে Preview ans submit অপশন বেছে নিন

অনলাইনে রিটার্ন ফিলাপ করার সময় অনেকেই লাস্ট স্টেপ টা ভুলে যান লাস্ট স্টেপ কি দেখে নেওয়া যাক : 

  1.  আপনার ITR আপলোড হওয়ার পর, ভেরিফিকেশনের প্রক্রিয়া শুরু হবে। আধার যে নম্বরের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই নম্বরে একটি OTP আসবে। অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসের মাধ্যমে পাবেন ইলেকট্রনিক ভেরিফিকেশন কোড (EVC)
  2. ফাইনাল সাবমিশনের জন্য আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে পাঠানো OTP/EVC এন্টার করে ITR আপলোড করুন

    E-Verify
    E-Verify
  3. এবার আয়কর দফতরের তরফ থেকে আপনাকে ইমেইল ও রেজিস্টার্ড মোবাইল নম্বরে SMS -এর মাধ্যমে Intimations বা নোটিফাই করবে

    Intimation Mail & Mobile
    Intimation Mail & Mobile

আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য মোট 6টি অপশন রয়েছে:

Different Type of ITR
Different Type of ITR

ITR Form 1 – যে সব চাকরিজীবী বছরে 50 লাখ টাকার কম রোজগার করেন ও আয়ের অন্য কোন উৎস নেই তাঁরা এই ফর্ম ফিল আপ করবেন।
ITR Form 2 –চাকরিজীবীরা দের যদি আয়ের অন্য উৎস রয়েছে (ব্যবসা ছাড়া) তাঁরা এই ফর্ম ফিল আপ করবেন।
ITR Form 3 – ব্যবসায়ী তাদের জন্য এই পদ্ধতি।

ITR Form 4 –ব্যবসায়ী যারা তাদের বার্ষিক টার্নওভারের একটি অনুমানমূলক চিত্র প্রদান করতে পারে তাদের জন্য এই পদ্ধতি।
ITR Form 5 –করদাতা একটি অংশীদারি প্রতিষ্ঠান থেকে আয় করেন তাঁদের জন্য ITR Form 5।
ITR Form 6 – 11 No. ধারা(clause) ব্যতীত নথিভুক্ত কোম্পানিদের জন্য।

আরও পড়ুন : ITR Last Date: আপনার ইনকাম কি আয়করের আওতায় নয় ! তা হলে আইটিআর ফাইল করে লাভ কী?

 

Join Our WhatsApp Group For New Update

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles