Jio Work From Home : বাড়ি বসে ইনকামের সুযোগ দিচ্ছে জিও !!! লাগবে শুধু মোবাইল ফোন !!!

WhatsApp Group Join Now
Google News Follow

Jio Work From Home : বাড়ি বসে ইনকামের সুযোগ দিচ্ছে জিও। নিয়োগ করা হবে রিলায়েন্স জিওর পক্ষ থেকে। যেকোনো শিক্ষাগত যোগ্যতায়, বিদ্যালয় বা কলেজের ছাত্রছাত্রীরা অথবা গৃহবধূ কিংবা অবসরপ্রাপ্ত যেকোন ব্যক্তি আবেদন করতে পারবেন এই চাকরির জন্য।

লাগবে না কোনরকম কম্পিউটার বা ল্যাপটপ। শুধুমাত্র মোবাইল ফোনের মাধ্যমে করা যাবে এই কাজ। শুধু তাই নয় জানতে হবে না হিন্দি বা ইংরেজি মত নির্দিষ্ট কোন ভাষা। নিজের মাতৃভাষাতেই, নিজের বাড়িতে বসে আপনিও খুব সহজেই করে নিতে পারবেন এই কাজটি।

নিয়োগকারী সংস্থা : রিলায়েন্স জিও ।

পদের নাম : জিও কাস্টমার এসোসিয়েট (ফ্রিল্যান্সার)।

রেজিস্ট্রেশন প্রক্রিয়া :  নিম্নলিখিত স্টেপগুলি অনুসরণ করে সেরে ফেলুন আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া

  • গুগল প্লে স্টোরে (Jio Work From Home) গিয়ে সার্চ করুন “Jio Career App“।

    JIO Career App
    JIO Career App
  • অ্যাপটি ইনস্টল করে নিন।
  • নিজের নাম, বাবার নাম, ইমেইল আইডি, ফোন নাম্বার ইত্যাদি যা যা তথ্য চাওয়া হবে, তা পূরণ করে এন্টার কর…
  • এভাবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণভাবে হয়ে গেলে Jiohr এর তরফ থেকে একটি ইমেইল আসবে আপনার ইমেইল আইডি তে। সেখানেই আপনাকে দেওয়া হবে ইউজার নাম ও পাসওয়ার্ড।

আবেদনের পদ্ধতি :

  • প্রথমে New User অপশনটিতে ক্লিক করুন। এর ফলে একটি ফর্ম খুলে যাবে আপনার সামনে।

    First Time Registration
    First Time Registration
  • এরপর ফর্মটিতে সঠিকভাবে আধার কার্ডে লেখা আপনার নাম, ইমেল আইডি, ফোন নাম্বার ইত্যাদি পূরণ করতে হবে।
  • এরপর নিজের একটি পাসওয়ার্ড তৈরি করে ‘confirm password‘ অপশনটিতে ক্লিক করে দিন।
  • তার নিচে দিয়ে দিন আপনার আধার কার্ডের নম্বর।
  • এরপর আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিতে হবে।
  • এরপর অনেকগুলি অপশন এর মধ্যে থেকে ‘ফ্রিল্যান্সার‘ অপশনটি বেছে নিতে হবে।
  • সর্বশেষে নিজের জায়গা বেছে নিয়ে Apply Now অপশনে ক্লিক করতে হবে।

নিয়োগ পদ্ধতি : ভিডিও ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের বেছে নেওয়া হবে। তবে তার আগে চাকরি প্রার্থীদের দিতে হবে একটি অ্যাসেসমেন্ট পরীক্ষা।

অ্যাসেসমেন্ট পরীক্ষায় যোগ দেবেন কীভাবে?

  • প্রথমেই আপনাকে অ্যাসেসমেন্ট অপশন এ ক্লিক করে নিতে হবে।
  • “Access Yourself” অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর ‘yes’ অপশনে ক্লিক করলেই আপনি একটি অন্য ইন্টারফেস এ প্রবেশ করবেন।
  • সেখানে আপনার মোবাইল নম্বরে আসা ওটিপি লিখে এই অ্যাসেসমেন্ট টেস্টের ভিতরে প্রবেশ করতে পারবেন।
  • এরপর “জিও কাস্টমার এসোসিয়েট অ্যাসেসমেন্ট” অপশন এ ক্লিক করতে হবে।

তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে মুখ যেন ক্যামেরার সামনে স্পষ্ট ভাবে দেখা যায়। সঠিকভাবে মুখ দেখা না গেলে চাকরিপ্রার্থীর আবেদন বাতিল করে দেওয়া হবে। মোবাইলের স্ক্রিনে আসা সমস্ত নির্দেশগুলি ভালোভাবে পড়ে অ্যাসেসমেন্ট পরীক্ষার প্রশ্নের উত্তরগুলি দিতে হবে। সবশেষে সাবমিট করে দিতে হবে।

ভিডিও ইন্টারভিউ কীভাবে দেবেন?

  • অ্যাসেসমেন্ট পরীক্ষার (Jio Work From Home) উত্তর হলে সাবমিট করার পরেই নেওয়া হবে ভিডিও ইন্টারভিউ।
  • এর জন্য প্রথমেই ভিডিও ইন্টারভিউ অপশনটিতে ক্লিক করতে হবে।
  • ভিডিও ইন্টারভিউয়ের জন্য আপনাকে ক্যামেরার সামনে সরাসরি বসতে হবে।
  • আপনার ব্যাকগ্রাউন্ড যাতে সাদা বা হালকা রঙের হয় সেই দিকেও খেয়াল রাখতে হবে।
  • এরপর ভিডিও ইন্টারভিউ এর মাধ্যমে যে প্রশ্ন গুলি করা হবে, দেড় মিনিটের মধ্যে সেগুলির সুন্দরভাবে উত্তর দিতে হবে।
  • এরপর ভিডিও ইন্টারভিউয়ের উত্তরগুলির রিভিউ করা হলে যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে।

আরও পড়ুন : Larsen & Turbo Recruitment 2024 : L&T কনস্ট্রাকশন অ্যান্ড মাইনিং এ চাকরির সুযোগ !!! কেবলমাত্র মহিলা আবেদনকারীদের জন্য !!!

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles