JK Lakshmi Vidya Scholarship : ‘জে.কে. লক্ষ্মী বিদ্যা স্কলারশিপ’ এ ক্লাস 5-10, 11, 12, UG কলেজ, ডিপ্লোমা, ITI, PG কোর্সের জন্য JK লক্ষ্মী বিদ্যা বৃত্তি, বার্ষিক 30000 থেকে 40000 টাকা পর্যন্ত।
এই স্কলারশিপে আবেদন করার জন্য পড়ুয়াদের কি কি যোগ্যতার প্রয়োজন? এবং কি কি নথিপত্র প্রয়োজন? এবং অনলাইন আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।
Click here for Official Website : https://www.vidyasaarathi.co.in/Vidyasaarathi/scholarship
JK Lakshmi Vidya Scholarship হল একটি বেসরকারি স্কলারশিপ। JK Lakshmi সিমেন্ট কোম্পানির উদ্যোগে এবং বিদ্যাসারথি পোর্টালের সাথে সহযোগিতার একটি প্রকল্প যা দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা অব্যাহত রাখার জন্য আর্থিক সহায়তা প্রদান করে।
বৃত্তির পরিমাণ :
কোর্স | টাকার পরিমান |
পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী | ৫০০০ টাকা |
নবম ও দশম শ্রেণী | ১০০০০ টাকা |
একাদশ ও দ্বাদশ শ্রেণী | ১০০০০ টাকা |
আন্ডার গ্রাজুয়েট ডিগ্রী কলেজ স্টুডেন্ট | ৩০০০০ টাকা |
আই.টি.আই স্টুডেন্ট | ১০০০০ টাকা |
ডিপ্লোমা কোর্স | ১৫০০০ টাকা |
স্নাতকোত্তর কোর্স | ৪০০০০ টাকা |
প্রয়োজনীয় যোগ্যতা :
- ‘জে.কে. লক্ষ্মী বিদ্যা স্কলারশিপ’ এ স্কলারশিপে আবেদন শুধুমাত্র ভারতীয় ছাত্রছাত্রীরা করতে পারবে।
- ‘জে.কে. লক্ষ্মী বিদ্যা স্কলারশিপ’ এ স্কলারশিপে পঞ্চম থেকে দশম শ্রেণীর সমস্ত পড়ুয়ারাই আবেদন করতে পারবে। উচ্চমাধ্যমিক স্তরের অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সমস্ত বিভাগের (Science, Arts, Commerce) পড়ুয়ারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এছাড়াও স্নাতক ডিগ্রি জেনারেল এবং প্রফেশনাল কোর্স, পোস্ট গ্রাজুয়েশন, যে সকল ছাত্র-ছাত্রীরা ITI এবং Diploma করছে তারাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
- ‘জে.কে. লক্ষ্মী বিদ্যা স্কলারশিপ’ এ ছাত্র ও ছাত্রী উভয়েই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
- ‘জে.কে. লক্ষ্মী বিদ্যা স্কলারশিপ’ এ পড়ুয়ার পরিবারের বার্ষিক ইনকাম ৫ লক্ষ টাকার কম হতে হবে।
- ‘জে.কে. লক্ষ্মী বিদ্যা স্কলারশিপ’ এ স্কলারশিপে সমস্ত কাস্টের (SC,ST,OBC-A,OBC-B & General) পড়ুয়ারাই আবেদন করতে পারবে।
প্রয়োজনীয় কাগজপত্র : এই স্কলারশিপে আবেদনের জন্য পড়ুয়াদের কি কি নথীপত্রের প্রয়োজন।
- আবেদনকারীর Identity Proof। (যেমন:- আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি)।
- আবেদনকারীর বাসস্থানের প্রমাণপত্র।
- আবেদনকারীর পরিবারের বার্ষিক ইনকাম সার্টিফিকেট।
- বিগত পরীক্ষার মার্কশীট।
- স্কুল অথবা কলেজে ভর্তির চিঠি বা বোনাফাইড সার্টিফিকেট ইনস্টিটিউট।
- স্কুল অথবা কলেজে ভর্তির ফি রশিদ।
- আবেদনকারীর সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
- আবেদনকারীর ব্যাংকের পাশবুক।
আবেদন শুরু হওয়ার তারিখ : আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২০২৩ সালের ৩১শে জুলাই তারিখে।
আবেদন শেষ হওয়ার তারিখ : আবেদন প্রক্রিয়া শেষ হবে ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর তারিখে।