K C Mahindra Scholarship : বিদ্যার্থীরা এই স্কলারশিপে আবেদন করে !!! ৩০,০০০ টাকার সুবিধা পান লেখাপড়ার জন্য!!!

Join Our WhatsApp Group For New Update

K C Mahindra Scholarship : বিদ্যার্থী পড়ুয়ারা যদি পড়াশোনায় মোটামুটিও হন এবং পরিবারের আর্থিক অবস্থা সচ্ছল না হওয়ার কারণে তাদের উচ্চশিক্ষা চালিয়ে যেতে অপারগ হন তবে তাদের লেখাপড়ার সাহায্যার্থে ভালো পরিমাণ টাকা বৃত্তি দিচ্ছে K C Mahindra Education Trust, যাতে দুঃস্থ পরিবার থেকে উঠে আসা ছাত্র-ছাত্রীরাও উচ্চ শিক্ষা লাভ করে সুন্দর ভবিষ্যৎ গড়ার সুযোগ পায়।

কে সি মাহিন্দ্রা স্কলারশিপে আবেদনের জন্য কি কি আবশ্যিক যোগ্যতা থাকতে হবে? আবেদনের জন্য কি কি নথি প্রয়োজন? আবেদন পদ্ধতিই বা কি ইত্যাদি খুটিনাটি তথ্যের বিস্তারিত আপডেট নিয়ে আজকের প্রতিবেদন!!!

আবেদনের জন্য আবশ্যিক যোগ্যতা :

  • কে সি মাহিন্দ্রা স্কলারশিপ এ আবেদনের জন্য আবেদনকারী কে সরকার স্বীকৃত কোনো পলিটেকনিক শিক্ষা প্রতিষ্ঠানে যে কোনো ডিপ্লোমা কোর্সে 1st Year এ ভর্তি হতে হবে।
  • শিক্ষার্থী কে অবশ্যই 10th বা 10+2 স্তরে বার্ষিক পরীক্ষায় ন্যূনতম ষাট শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে।
  • পরিবারের বাৎসরিক আয় আড়াই লাখ টাকার কম হতে হবে।

বৃত্তির পরিমাণ : ডিপ্লোমা কোর্সে পাঠরত পড়ুয়ারা তিন বছর মিলিয়ে মোট ত্রিশ হাজার টাকা অনুদান পাবে এই স্কলারশিপ এর অধীনে।

আবেদন করবেন কিভাবে ?

  • আবেদনের জন্য আগ্রহী প্রার্থীরা সবার আগে অনলাইনে https://www.kcmet.org/ এই সাইটে এসে একটি বৈধ মোবাইল নম্বর ও ইমেইল আইডি দিয়ে আবেদনকারীর নাম রেজিষ্ট্রেশন করতে হবে।

Click here for Official Website : https://www.kcmet.org/

Click here for More Details Regarding K C Mahindra Scholarship : https://www.kcmet.org/what-we-do-Scholarship-Grants.aspx#bobcontent0-title

  • রেজিষ্ট্রেশনের মাধ্যমে পাওয়া লগইন আইডি দিয়ে Login করে প্রয়োজনীয় ডকুমেন্টস সহযোগে অনলাইন আবেদন পত্রটি ভালোভাবে পূরণ করুন। সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করে অনলাইন দরখাস্ত সাবমিট করুন।

Click here for 1st Time Registration for Online Application : https://maitsscholarship.kcmet.org/user/register

Click here for Already Registered Candidates for Online Application : https://maitsscholarship.kcmet.org/

নথি কি কি প্রয়োজন?

  • 10TH অথবা 12TH এর মার্কশীট।
  • স্ব-ঘোষণা পত্র, যে উল্লিখিত থাকবে পড়ুয়ার কোন বিষয়ে ইন্টারেস্ট রয়েছে, সে জীবনে কি হতে চায় ইত্যাদি।
  • আবেদনকারী বর্তমানে যে কোর্সে পাঠরত সেই ক্লাসে ভর্তির রসিদ।
  • আধার কার্ড।
  • পরিবারের বাৎসরিক ইনকামের সার্টিফিকেট (উপযুক্ত আধিকারিক প্রদত্ত)।
  • পাসপোর্ট মাপের রঙিন ছবি।
  • যেকোনো দু’জন শিক্ষকের সুপারিশপত্র।

Documents Require for Apply K C Mahindra Scholarship : https://www.kcmet.org/List-of-documents-for-MAITS-2023.pdf

আরও পড়ুন : LIC HFL Vidyadhan Scholarship : স্কলারশিপে একবার আবেদন করে মিলবে প্রতিবছর টাকা!!!ছেলে-মেয়ে সকলেই আবেদনযোগ্য!!!

Join Our WhatsApp Group For New Update

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles