LDC Recruitment 23-24 : ক্লার্ক ও স্টেনোগ্রাফার নিয়োগ !!! ২৩৫৪ টি শূন্যপদ !!! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত জেনে নিন !!!

WhatsApp Group Join Now
Google News Follow

LDC Recruitment 23-24 : ক্লার্ক ও স্টেনোগ্রাফার সহ আরও বেশকিছু শূন্যপদে কর্মী নিয়োগ। উচ্চ মাধ্যমিক পাশে এই সমস্ত পদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। ভারতের যেকোনো নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জেলার চাকরিপ্রার্থীরা এই শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন।

Click here for Official Notification : https://drive.google.com/file/d/1B422oqgNM-9U7lCWJ4t9vVslucXCjcSe/view?usp=sharing

নিয়োগ সম্পর্কিত সমস্ত তথ্য : 

নিয়োগ সংস্থা GOVERNMENT OF NCT OF DELHI – Delhi Subordinate Services Selection Board
পদের নাম Lower Division Clerk, Stenographer
মোট শূন্যপদ ২৩৫৪
আবেদন মাধ্যম অনলাইনে
আবেদনের শেষ তারিখ ০৭-০২-২০২৪

 

Employment No. :  F.4 (199)/P&P-I/DSSSB/2023/4098

পদের নাম :

  • Lower Division Clerk,
  • Stenographer.

শূন্যপদ : ২৩৫৪ টি। (UR- ১০৭৪ টি, OBC- ৬৭৭ টি, SC- ২৮৯ টি, ST- ১০০ টি, EWS- ২১৪ টি।)

শিক্ষাগত যোগ্যতা  : স্বীকৃত বোর্ডের যেকোনো  বিদ্যালয় থেকে নূন্যতম উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা সম্পন্ন চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। প্রার্থীকে 30 – 35 wpm স্পিডে টাইপিংয়ের দক্ষতা রাখতে হবে।

বয়স সীমা : আবেদনকারীদের বয়সসীমা নূন্যতম ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর আবেদনকারীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন।

বেতন : প্রতিমাসে পে ম্যাট্রিক্স অনুযায়ী ১৯,৯০০/- থেকে ৬৩,২০০/-টাকা প্রদান করা হবে।

আবেদন পদ্ধতি :

  • অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন আবেদন করতে পারবেন।

Click here for Official Website : https://dsssbonline.nic.in/

  • অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নাম, মোবাইল নাম্বার ও ই-মেইল দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

Click here for 1st Time Registration or Sign In for Online Application : https://dsssbonline.nic.in/Registration_NewForm.aspx

LDC Recruitment 23-24
LDC Recruitment 23-24
  • এরপর উপযুক্ত তথ্য দিয়ে অনলাইন আবেদনপত্রটি পূরণ করতে হবে।
  • প্রয়োজনীয় নথিপত্রগুলির স্ক্যান কপি আপলোড করতে হবে। সব শেষে আবেদন ফি জমা করে আবেদনপত্র সাবমিট করতে হবে।

আবেদন ফি : জেনারেল ও OBC আবেদনকারীদের ক্ষেত্রে ১০০/- টাকা, সংরক্ষিত শ্রেণীর আবেদনকারী ও মহিলাদের ক্ষেত্রে কোনোরকম আবেদন ফি লাগবে না।

নিয়োগ পদ্ধতি : মোট ২০০ নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। পরীক্ষার সময়সীমা ২ ঘন্টা। পরীক্ষার সিলেবাস সংক্রান্ত বিস্তারিত তথ্য পেয়ে যাবেন অফিসিয়াল নোটিফিকেশনে।

আবেদনের শেষ তারিখ : ৭ ফেব্রুয়ারি, ২০২৪।

আরও পড়ুন : Tata Motors Lucknow Apprentice Recruitment 2024 : বিজ্ঞপ্তি আউট !!! অনলাইনে আবেদন !!! যোগ্যতা: 12 তম, আইটিআই ইলেকট্রিশিয়ান, ফিটার, মেশিনিস্ট, ইত্যাদি !!!

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles