NALCO Apprentice Recruitment 2022 : কেন্দ্রীয় সরকারি দপ্তরে বিনামূল্য প্রশিক্ষণ, মাধ্যমিক পাস হলেই আবেদন করা যাবে।

WhatsApp Group Join Now
Google News Follow

NALCO Apprentice Recruitment 2022 : কেন্দ্রীয় সরকারি দপ্তরে বিনামূল্যে প্রশিক্ষণের মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগতা যোগ্যতা ইত্যাদি সমস্ত বিষয়ে জেনে নেওয়া যাক আজকের এই প্রতিবেদনে।

Click here for Official Notification:
https://drive.google.com/file/d/1kQliRyFugAo_jn2yWWJiFRC6Gd18Yuac/view?usp=share_link

পদের নাম(Name of the Post) : Apprentice

মোট শূন্যপদ(Number of Vacancy) : ৩৭৫ টি।

যে সমস্ত ট্রেড এ নিয়োগ করা হবে(All trades to be employed) : Fitter, Turner, Welder, Machinist, Mechanics Motor Vehicle, Electronics Mechanics, Mechanics Diesel Engine, Pasaa, Laboratory Assistant.

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) : মাধ্যমিক পাস সহ সংশ্লিষ্ট তেলে আইটিআই পাস করতে হবে প্রার্থীদের। ল্যাবরটরি অ্যাসিস্ট্যান্ট পথের ক্ষেত্রে ফিজিক্স অথবা কেমিস্ট্রিতে বিএসসি পাশ করতে হবে প্রার্থীদের।

প্রশিক্ষণের সময়সীমা(Training period) : ১ বছর।

স্টাইপেন্ড(Stipend) : কেন্দ্রীয় সরকারের Apprentice Act এর নিয়ম অনুযায়ী প্রার্থীদের প্রতি মাসে স্টাইপেন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি(How To Apply) : আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা অনলাইন এবং অফলাইন দুটো ভাবেই আবেদন করতে পারবেন।প্রার্থীকে প্রথমে https://www.apprenticeshipindia.gov.in/ গিয়ে বৈধ ইমেইল আইডি ও মোবাইল নম্বর সহ সমস্ত তথ্য দিয়ে রেজিষ্টেশন করতে হবে। Profile Completion হলে সেটিকে প্রিন্ট আউট করে নিতে হবে।এপেন্টিসিপ রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।

Click here for Online Registration : https://www.apprenticeshipindia.gov.in/

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা(Address for submission of application form) :

Dy. General Manager (HRD),Training Institute, S & P Complex,Nalco,759145,Angulo(District),Odisha.

আবেদনের শেষ তারিখ(Last Date of Application) : ৭ ডিসেম্বর ২০২২।

আরও পড়ুন : Railway Recruitment 2022 : মাধ্যমিক যোগ্যতায় রেলে 2521 শূন্যপদে নিয়োগ!

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles