Railway Recruitment 2022 : মাধ্যমিক যোগ্যতায় রেলে 2521 শূন্যপদে নিয়োগ !

WhatsApp Group Join Now
Google News Follow

Railway Recruitment 2022 : ন্যুনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে রেল বিভাগের তরফে নিয়োগের (Railway Recruitment 2022) বিজ্ঞপ্তি জারি হয়েছে। একই সঙ্গে বিভিন্ন রেল ডিভিশন এর অধীনে অসংখ্য শূন্যপদে করা হবে নিয়োগ। খুব সহজেই অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন এখানে। আসুন তবে আর দেরি না করে দেখে নিই এই নিয়োগ তথা আবেদন এর বিস্তারিত খুঁটিনাটি।

Click here for Official Notification :

https://drive.google.com/file/d/1pVYLuuaru5yNM3FRgyBvfcOTfCy7dGTk/view?usp=share_link

আবেদন করবেন কিভাবে :

1. সবার প্রথমেঅনলাইনের আবেদনের লিংকে ভিজিট করুন।

Click here for Online Application(First Time) :

https://iroams.com/RRCJabalpur/applicationForm

2. তারপর নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করে নিন।

3. নিজের নাম, অভিভাবকের নাম তথা বাবার নাম, মায়ের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি সকল প্রকার তথ্য দেবেন।

4. আবেদনের ক্ষেত্রে একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি সঙ্গে রাখবেন।

5. নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার সঙ্গে যাবতীয় কিছু ডকুমেন্ট ভালো করে আপলোড করে দিন।

6. সাবমিট বাটনে ক্লিক করে আবেদনের কাজ সম্পন্ন করে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।

Click here If Already Registered :

https://iroams.com/RRCJabalpur/applicationAfterIndex

প্রয়োজনীয় ডকুমেন্ট :

1. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট।

2. শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট।

3. রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার।

4. ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড।

5. কাস্ট সার্টিফিকেট যদি থাকে।

6. ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে।

7. বৈধ ও সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি।

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) : যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যুনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে।

মোট শূন্যপদ(Number of Vacancy) :  মোট 6 টি রেল ডিভিশন এ সব মিলিয়ে 2521 টি শূন্যপদে করা
হচ্ছে নিয়োগ।

বয়সসীমা(Age Limit) : বয়স হতে হবে 15-24 বছরের মধ্যে। রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় রয়েছে। সেক্ষেত্রে SC/ST প্রার্থীদের বয়সে 5 বছরের ছাড় এবং OBC প্রার্থীদের বয়সে 3 বছরের ছাড় রয়েছে।

আবেদন ফি(Application Fees) : আবেদন করতে আপনাকে 100/- টাকা আবেদন ফি হিসাবে দিতে
হবে। যাইহোক, SC/ST/PWD এবং মহিলা প্রার্থীদের কোনো রকম আবেদন ফি দিতে হবে না।

আবেদনের সময়সীমা(Last Date of Application) : আগামী 17/12/2022 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন।

আরও পড়ুন : Indian Railway Group-D Recruitment : মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাসে ভারতীয় রেলে 1 লক্ষ 49 হাজার কর্মী নিয়োগ।

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles