Northern Coalfields Limited Recruitment 2023 : ৭০০ শূন্যপদে কয়লা খনি দপ্তরে কর্মী নিয়োগ,আবেদন করুন অনলাইনে !

WhatsApp Group Join Now
Google News Follow

Northern Coalfields Limited Recruitment 2023 : নর্দান কোল্ডফিল্ড লিমিটেড কর্তৃক কয়েকটি শূন্যপদের লিস্ট প্রকাশ করেছে।এখানে মোট ৭০০ টির মত শূন্যপদ রয়েছে। এই শূন্যপদে অ্যাপেন্টিস নিয়োগ করা হবে।এই শূন্যপদের ডিটেইলস নিচে দেওয়া হল।

Click here for Apply Online : https://drive.google.com/file/d/1xvy5DmFJDwpc01j4chGFQVLDt044ml6O/view?usp=sharing

নিয়োগকারী সংস্থা Northern Coalfields Limited
পদের নাম  অ্যাপেন্টিস
মোট শুন্যপদ ৭০০টি
প্রতিমাসে স্টাইপেন পদ অনুযায়ী(৮০০০-৯০০০)
আবেদন মোড অনলাইনে
স্থান গোটা ভারত জুড়ে
ওয়েবসাইট www.nclcil.in

 

বয়সসীমা(Age Limit) : প্রার্থীদের আবেদন করার জন্য বয়স সীমা লাগবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৬ বছর বয়স পর্যন্ত। তাছাড়া সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের বয়সে পাঁচ বছরের এবং OBC প্রার্থীদের বয়সে তিন বছরের ছাড়ও এখানে পাওয়া যাবে।

পদের নাম (Vacancy Detail): এখানে দুই ধরনের অ্যাপেন্টিস পদে নিযুক্ত করা হবে।

  • গ্রাজুয়েট অ্যাপেন্টিস।
  • ডিপ্লোমা অ্যাপেন্টিস/টেকনিশিয়ান অ্যাপেন্টিস।

মোট শুন্যপদ (Total Vacancy) : কোল্ডফিল্ড লিমিটেড মোট ৭০০টি অ্যাপেন্টিস নিয়োগ করবে।

পদের নাম শূন্যপদ
গ্রাজুয়েট অ্যাপেন্টিস ৩৮০টি
ডিপ্লোমা/টেকনিশিয়ান অ্যাপেন্টিস ৩২০টি

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) : এখানে আবেদন করতে হলে গ্রাজুয়েট প্রার্থীদের জন্য যে পদে আবেদন করবে সেই বিষয়ে স্নাতক পাস করতে হবে এবং ডিপ্লোমা/টেকনিশিয়ান প্রার্থীদের জন্য যে পদে আবেদন করবে সেই বিষয়ে ডিপ্লোমা পাস করতে হবে।

মাসিক স্টাইপেন্ড ও নিয়োগ প্রক্রিয়া  : 

  • ইচ্ছুক প্রার্থীরা যদি এখানে (NCL Recruitment 2023) গ্রাজুয়েশন অ্যাপেন্টিস পদে আবেদন করেন এবং নিযুক্ত হয়ে ট্রেনিং করেন তাহলে তাদের প্রতি মাসে ৯০০০/- টাকা স্টাইপেন্ড দেওয়া হবে ও ডিপ্লোমা অ্যাপেন্টিস প্রার্থীদের ক্ষেত্রে প্রতি মাসে ৮০০০/- টাকা স্টাইপেন্ড প্রদান করা হবে।
  • এখানে প্রার্থী বাছাই (NCL Recruitment 2023) করা হবে মেধা তালিকা ওপরে ভিত্তিককরে। আরো বিস্তারিত ভাবে জানার জন্য অবশ্যই সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন।

আবেদন করতে (NCL Recruitment 2023) কি কি ডকুমেন্টস লাগবে?

  • প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড/ রেশন কার্ড/ আধার কার্ড/ ড্রাইভিং লাইসেন্স,
  • মাধ্যমিকের এডমিট কার্ড/ রেজিস্ট্রেশন সার্টিফিকেট/ পাস সার্টিফিকেট
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
  • সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো,
  • আরো অন্যান্য।

আবেদনের শেষ তারিখ (Last Date of Apply) : আবেদনের শেষ তারিখ ০৩/০৮/২০২৩ পর্যন্ত।

কিভাবে আবেদন করতে হবে? 

  • এখানে আবেদন (NCL Recruitment 2023) করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

Click here for Apply Online : https://nclapprentice.cmpdi.co.in/OurPeople/OnlineApplications/nclRect.php

  • সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
  • রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পরে ওটিপি দিয়ে লগইন করতে হবে।
  • লগইন করার পরে (NCL Recruitment 2023) যে পদের জন্য আবেদন করবেন সেই পদটিকে দিয়ে চয়েস করতে হবে।
  • এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
  • তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
  • সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

আরও পড়ুন : Eastern Railway Recruitment 2023 : ইস্টার্ন রেলওয়ে GDCE 01/2023 বিজ্ঞপ্তি (OUT) 742 ALP, JE, টেক এবং বিভিন্ন পদের জন্য অনলাইনে আবেদন করুন!

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles