Pattern of higher secondary question paper has changed : উচ্চমাধ্যমিক –আবার বদলে গেল আগামী বছরের উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্রের ধরণ, না জানলে পরীক্ষা বাতিল।

WhatsApp Group Join Now
Google News Follow

Pattern of higher secondary question paper has changed : কবে থেকে শুরু হচ্ছে একাদশ শ্রেণীর পরীক্ষা(When is the eleventh class exam starting)?

নতুন বছরে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিলো পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। নতুন বিজ্ঞপ্তিতে আগের বছরের তুলনায় কতটা কম সমস্যা তৈরি হবে তা জেনে নেওয়া যাক।

Notification regarding Syllabus and Question Pattern for Class XI and Higher Secondary: https://wbchse.nic.in/notification/note23092022.pdf

বিজ্ঞপ্তিতে কি জানানো হয়েছে(What does the notice say)?

উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্রে পরীক্ষার্থীদের পার্ট A এবং পার্ট B দুটি প্রশ্নপত্র দেওয়া হত। পরীক্ষা শেষ হলে দুটি অংশ জুড়ে দেওয়া হত। কিন্তু এই নিয়মে বদল আনা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আলাদাভাবে পার্ট A এবং পার্ট B, দুটি অংশের বদলে একটিমাত্র প্রশ্নপত্র থাকবে। সেই প্রশ্নপত্রেই অবজেক্টিভ সহ বাকি প্রশ্ন দেওয়া থাকবে। এতে করে পরীক্ষা শেষে দুটি অংশ যুক্ত করার সমস্যা থাকবে না।

Notification regarding Syllabus and Question Pattern for Class XI and Higher Secondary:

Class XI: https://wbchse.nic.in/notification/question_pattern_XI.pdf

Class XII: https://wbchse.nic.in/notification/question_pattern_XII.pdf

Pattern of higher secondary question paper has changed : ২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সীমা(2023 Higher Secondary Exam Date) : উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে আরও জানান হয়েছে পরীক্ষক, পরীক্ষার্থী ও প্রধান শিক্ষকদের মতামত-পরামর্শকে গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবাদ মাধ্যম সূত্রে খবর, ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড আগামী ৩ মার্চ থেকে দেওয়া হবে। ১৪ মার্চ-২৭ মার্চ পর্যন্ত পরীক্ষা হবে।

Partial modification of notification : https://wbchse.nic.in/notification/note23092022_1.pdf 

২০২৩ সালের একাদশ শ্রেণীর পরীক্ষা কবে নেওয়া হবে(When will the 11th class exam of 2023 be conducted): আগামী ১৪ মার্চ-২৭ মার্চ পর্যন্ত একাদশ শ্রেণীর লিখিত পরীক্ষা নেওয়া হবে। প্র্যাকটিক্যাল পরীক্ষা আগামী ৩১ মার্চ-১৮ এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে।

Notification regarding Orientation of Qestion Paperhttps://wbchse.nic.in/notification/note29092022.pdf

Provisions offered for CWSN : https://wbchse.nic.in/notification/note29092022_1.pdf

আরও পড়ুন : WB HS Exam 2023: আগামী বছর উচ্চ মাধ্যমিকে কবে কী পরীক্ষা? নতুন রুটিন প্রকাশ।

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles