PNB Scholarship 2024 : পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের হাউজিং ফাইনান্স দপ্তরের পক্ষ থেকে পেহেল ফাউন্ডেশন এবং বিদ্যাসারথী পোর্টালের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় সহায়তা করার জন্য নতুন স্কলারশিপ এর সূচনা করা হয়েছে।
Click here for More Details of PNB Scholarship : https://www.vidyasaarathi.co.in/Vidyasaarathi/resources/409/1043_24.html
ছাত্র-ছাত্রীরা বছরে দশ হাজার টাকা এককালীন থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ পেতে পারে যোগ্যতা অনুযায়ী। প্রাইভেট স্কলারশিপ হওয়ার কারণে অন্যান্য স্কলারশিপের সঙ্গে আবেদন করতে পারবে।
কীভাবে আবেদন করবেন ও বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।
আবেদনকারীর যোগ্যতা :
- মাধ্যমিকে প্রাপ্ত নম্বর ৬০% ও উচ্চমাধ্যমিকে প্রাপ্ত নম্বর নূন্যতম ৬০ % ও ডিপ্লোমা কোর্সে পাঠরত ছাত্রছাত্রীদের সংশ্লিষ্ট পরীক্ষায় ৬০%নম্বর পেয়ে রাখতে হবে।
- ছাত্রছাত্রীদের বাৎসরিক পারিবারিক আয় ৩০০০০০ টাকা এর নিচে হতে হবে।
- প্রার্থীকে অবশ্যই BA, BCA, BSC, B.Com মত ফুল টাইম কোর্সে পাঠরত হতে হবে।
- আবেদনকারীর নিজস্ব বৈধ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথি :
- আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি।
- প্রার্থীর নিজস্ব পরিচয়পত্রের প্রমান।
- স্থায়ী ঠিকানার প্রমান।
- পারিবারিক আয়ের প্রমান।
- প্রারম্ভিক শিক্ষা বর্ষের মার্কশিট।
- শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির প্রমান।
- চলতি বছরে ফি এর নোটিশ।
কত টাকা স্কলারশিপ দেওয়া হবে কোন কোন বিভাগে :
শ্রেণী | বছরে স্কলারশিপ |
---|---|
নবম শ্রেণী | ১০০০০ টাকা |
দশম শ্রেণী | ১০০০০ টাকা |
একাদশ ও দ্বাদশ শ্রেণী | ১২৫০০ টাকা |
ITI তে পাঠরত পড়ুয়ার জন্য | ১৫০০০ টাকা |
ডিপ্লোমা পাঠরত পড়ুয়ার জন্য | ২৫০০০ টাকা |
আন্ডার গ্রাজুয়েট ছাত্রছাত্রীদের জন্য | ৩০০০০ টাকা |
MTech এর ছাত্রছাত্রীদের জন্য | ৩০০০০ টাকা |
পোস্ট গ্রাজুয়েট ছাত্রছাত্রীদের জন্য | ৪০০০০ টাকা |
আবেদন পদ্ধতি : প্রার্থীরা বিদ্যাভারতীর অফিসিয়াল পোর্টালে গিয়ে আবেদন করতে পারেন। ধাপে ধাপে রেজিস্ট্রেশন করে সমস্ত তথ্য সহকারে সঠিকভাবে আবেদন ফর্ম পূরন করবেন।
Click here for Apply Online : https://www.vidyasaarathi.co.in/Vidyasaarathi/registration
আবেদনের শেষ তারিখ : ৩১ শে জানুয়ারির মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন অর্থাৎ আজই আবেদনের শেষ তারিখ।