Post Office Recruitment 2023 : দেশের বিভিন্ন সার্কেলে ১২,৮২৮ জন কর্মী নিয়োগ করছে ভারতীয় ডাক বিভাগ। ব্রাঞ্চ পোস্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং গ্রামীণ ডাকসেবক হিসেবে নিয়োগ করা হচ্ছে।
এর মধ্যে পশ্চিমবঙ্গে শূন্যপদের সংখ্যা ৪৫। চলুন এই নিয়োগ সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক………
Click here for Official Notification : https://indiapostgdsonline.cept.gov.in/Notifications/Model_Notification.pdf
কত পদ(How many Vacancy)?
১২৮২৮ টি শূন্যপদে নিয়োগ করা হবে। গ্রামীন ডাক সেবক পদের জন্য নিয়োগ করা হবে।
বয়সসীমা(Age Limit): আবেদন করতে গেলে ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর, সর্বোচ্চ বয়স হতে হবে ৪০ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সসীমায় নির্দিষ্ট ছাড় রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) : গণিত এবং ইংরাজি মূল বা ঐচ্ছিক বিষয়ে হিসেবে নিয়ে মাধ্যমিক অথবা সমতুল্য কোনও বোর্ডের পরীক্ষীয় পাশ প্রার্থীরা যে রিজিয়নের জন্য আবেদন করবেন সেখানকার স্থানীয় ভাষা মাধ্যমিক পর্যন্ত স্তরে পরে থাকলে আবেদন করতে পারেন। এর সঙ্গে প্রার্থীর কম্পিউটারের বেসিক ও সাইকেল চালানোর জ্ঞান থাকতে হবে।
কীভাবে আবেদন করবেন(How to Apply)?
- প্রথমেই যান indiapostgdsonline.gov.in ওয়েবসাইটে।
Click here for Official Website : indiapostgdsonline.gov.in
- হোমপেজে যান, সেখানে রেজিস্ট্রেশন করুন তারপর লগইন ডিটেলস তৈরি করুন
Click here for 1st Time Registration : https://indiapostgdsonline.gov.in/reg_validation.aspx
Click here for login if already registered : https://indiapostgdsonline.in/ref_validation.aspx
- সেই তথ্য গিয়েই লগইন করুন, তারপর অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করুন।
- প্রয়োজনীয় নথি ও তথ্য দিয়ে আপলোড করুন, তারপর অ্যাপ্লিকেশন ফর্মের প্রয়োজনীয় টাকা দিন। অনলাইন পেমেন্ট করা যাবে।
- এবার ফর্ম জমা দেওয়ার পরে সেই ফর্মের একটি কপি সেভ করে রেখে দিন বা প্রিন্টআউট নিয়ে নিন।
প্রার্থী বাছাই প্রক্রিয়া(Candidate selection process):প্রার্থী বাছাই করা হবে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে। এরপর আবেদনকারীর নথিপত্র যাচাই করা হবে।
তখন যাবতীয় নথিপত্রের মূল সহ সেগুলির ২ কপি করে স্বপ্রত্যয়িত প্রতিলিপি (ফটোকপি) সঙ্গে নিয়ে যেতে হবে।
অ্যাপ্লিকেশন ফি(Application Fees): সাধারণ শ্রেণির প্রার্থীদের জন্য পরীক্ষার ফি ১০০ টাকা। মহিলা প্রার্থী, তফসিলি জাতি ও তফসিলি জনজাতি, বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য কোনও মূল্য লাগবে না।
আবেদনের শেষ তারিখ(last date of application) : এই চাকরির জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে ২২ মে থেকে। চলবে এই বছরের ১১ জুন পর্যন্ত। যদি আবেদন করতে কোনওরকম ভুল হয়ে যায় তা ঠিক করার সুযোগও রয়েছে। আবেদনে কোনওরকম বদল করতে চাইলে সেই সুযোগ থাকছে ১২ জুন থেকে ১৪ জুন পর্যন্ত।
আরও পড়ুন : Bana Sahayak Recruitment : 2,000 শূন্যপদে পশ্চিমবঙ্গে জেলায় জেলায় বন সহায়ক পদে নিয়োগ! সময় ৭ দিন!