Post Office Recruitment : শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে ভারতীয় ডাকবিভাগে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ।

Join Our WhatsApp Group For New Update

Post Office Recruitment: কর্মী নিয়োগ করতে চলছে ভারত সরকারের যোগাযোগ মন্ত্রকের  (MINISTRY OF COMMUNICATION) অধীনে থাকা ভারতীয় ডাক বিভাগ বা ইন্ডিয়ান পোস্ট অফিস।

ভারতীয় ডাকবিভাগের তরফ থেকে ন্যুনতম অষ্টম শ্রেণী পাসে গ্ৰুপ ‘ডি’ কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে চাকরিপ্রার্থীদের কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদনের সময়সীমা ইত্যাদির বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।

বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ – MSE-10/Rectt. of Skilled Artisan/Corr/2022-23/35  Dated – 06/02/2023

শূন্যপদ গুলির নাম(Name of the Post) : মূলত Skilled Artisans পদে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল নোটিফিকেশনে জানানো হয়েছে। Skilled Artisans পদের অন্তর্গত যে সব ট্রেড গুলিতে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-

  • Motor Vehicle Electrician
  • Motor Vehicle Mechanic

উল্লেখিত দুটি বিভাগের জন্য মোট শূন্য পদের সংখ্যা  ২ টি ।

নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification Requirement) : আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেনি বা সমতুল পাশ হতে হবে । পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে ট্রেড সার্টিফিকেট বা শংশাপত্র থাকতে হবে । এ ছাড়াও আবেদনকারী প্রার্থীকে যানবাহন চালানোয় দক্ষতা যেমন থাকতে হবে তেমনি বৈধ লাইসেন্সের পাশাপাশি যানবাহন রক্ষণাবেক্ষণের কাজে পারদর্শী হতে হবে ।

বয়স সীমা(Age Limit) : আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে  ১৮  থেকে ৩০ বছরের মধ্যে ।

বেতন(Salary) : প্রতিমাসে 19,900 টাকা বেতন দেওয়া হবে । পাশাপাশি রয়েছে যাবতীয় সরকারি  সুবিধা ।

নিয়োগ পদ্ধতি(Recruitment Procedure) : আবেদনকারী প্রার্থীদের  প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা ও ইটারভিউ এবং কম্পিউটার অনলাইন টেস্টের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করে সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে। এ ক্ষেত্রে নিযুক্ত কর্মীকে ভারত সরকারের যোগাযোগ মন্ত্রক (MINISTRY OF COMMUNICATION ) -র অধীনে ভারতীয় ডাক বিভাগে মেইল মোটর সার্ভিসে  (MAIL MOTOR SERVICE ) কাজ করতে হবে ।

প্রয়োজনীয় নথীপত্র(Documents Required):-

  • বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
  • আধার কার্ড/ ভোটার কার্ডের এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
  • অষ্টম শ্রেণী পাসের মার্কসীট ও সার্টিফিকেট সহ আরও যদি কোনো উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেই সব কিছুর মার্কসীট ও সার্টিফিকেটের এক কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
  • কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তার এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
  • ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
  • ট্রেড কোর্সের সার্টিফিকেট এর এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।
  • Motor Vehicle Mechanic পদের জন্য আবেদন করার ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্সের এক কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করা।

দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো সেলফ অ্যাটেস্টেড করা।

আবেদন প্রক্রিয়া(Application Procedure) :-

  • অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্কে ক্লিক করে নোটিফিকেশন টিকে ডাউনলোড করে নিতে হবে।

Click here for Official Notification : https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_20022023_MMS_Eng.pdf

  • নোটিফিকেশনের ৩ নং পৃষ্ঠায় বায়োডাটার আকারে একটি অ্যাপ্লিকেশান ফরম্যাট দেখতে পাবেন সাদা A4 সাইজ পেপারে এর একটি প্রিন্ট আউট বের করে নিন। অথবা ভারতীয় ডাকবিভাগের অফিসিয়াল ওয়েবসাইটindiapost.gov.in এ প্রবেশ করে সেখান থেকেও এই নিয়োগের আবেদন পত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নিতে পারেন।

Click here for Official website : www.indiapost.gov.in

  • প্রিন্ট আউট বের করে নেওয়ার পর সেখানে আবেদনকারীর নিজের নাম, বাবার নাম, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, বয়স ঠিকানা, ট্রেডের নাম, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি লিখে ফর্ম টিকে ফিলাপ করে ফেলতে হবে।
  • নির্দিষ্ট স্থান অনুযায়ী এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো লাগিয়ে দিতে হবে এবং সিগনেচারের জায়গায় একটি সিগনেচার করে দিতে হবে।
  • এরপর একে একে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা সহ আরও যদি কোনো উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেই সব কিছুর মার্কসীট ও সার্টিফিকেট সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস এর এক কপি করে জেরক্স বের করে নিয়ে সেগুলিকে সেলফ অ্যাটেস্টেড করে ফেলতে হবে।
  • এরপর এই সবকিছু একসাথে খামে ভরে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় স্পিড পোস্ট বা রেজিস্ট্রার্ড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে পারলেই আবেদন হয়ে যাবে।

আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ঠিকানা(Last date and address for submission of application form):-

শূন্যপদ গুলির জন্য আবেদন পত্র জমা নেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং এই প্রক্রিয়া চলবে আগামী ১১/০৩/২০২৩ বিকেল ৫ টা পর্যন্ত। তাই যারা আবেদন করতে চান তারা নিম্নলিখিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে স্পীড পোস্ট বা রেজিস্ট্রার্ড পোস্টের মাধ্যমে আবেদন পত্র পাঠিয়ে দিন। আবেদন পত্র পাঠানোর ঠিকানা হল-

To,

The Manager,

Mail Motor Service, GPO Compound,

Civil Lines, Nagpur-440001.

আরও পড়ুন  :  Skill India Mission Recruitment 2023 : স্কিল ইন্ডিয়া মিশনের তরফে কর্মী নিয়োগ ! যোগ্যতা মাধ্যমিক।

Join Our WhatsApp Group For New Update

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles