Private University bill amendment: বেসরকারি বিশ্ববিদ্যালয়েও ব্রাত্য রাজ্যপাল, ভিজিটর পদে বসবেন শিক্ষামন্ত্রী?

WhatsApp Group Join Now
Google News Follow

#কলকাতা: এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিজিটর পদ থেকেও রাজ্যপালকে সরিয়ে দেওয়ার উদ্যোগ নিতে শুরু করল রাজ্য সরকার৷ সূত্রের খবর, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির ভিজিটর পদ থেকে রাজ্যপালকে সরিয়ে শিক্ষামন্ত্রীকে বসানোর পরিকল্পনা করেছে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর৷

রাজ্যের বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির ভিজিটর রাজ্যপাল৷ গত বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রীকে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷ এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিজিটর পদেও বদল আনতে চাইছে রাজ্য সরকার৷

মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে বসানো নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক এবং শিক্ষা মহলে বিতর্ক শুরু হয়েছে৷ এবার বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়েও একই বিতর্কতৈরি হল৷

সম্প্রতি ভিজিটর হিসেবে ক্ষমতা কাজে লাগিয়ে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে একাধিক তথ্য চেয়ে পাঠান রাজ্যপাল৷ তার জেরেই রাজ্য সরকার ভিজিটর পদে বদল করতে চায় বলে খবর৷

ভিজিটর পদে থাকলেও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলির দৈনন্দিন কাজে সেভাবে হস্তক্ষেপ করতে পারতেন না রাজ্যপাল৷ কিন্তু ভিজিটর হিসেবে বিভিন্ন তথ্য চেয়ে পাঠাতে পারতেন তিনি৷ আবার ভিজিটরকে বাদ দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনও আয়োজন করা সম্ভব নয়৷

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles