Punjab National Bank Recruitment 2024 : পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে তরফ থেকে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে ।
বয়স সীমা কি থাকছে? আবেদন পদ্ধতি কি হবে? ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি !!!
নিয়োগ সংস্থা | Punjab National Bank |
পদের নাম | Specialist Officer |
মোট শূন্যপদ | ১০২৫ |
আবেদন মাধ্যম | অনলাইন |
শেষ তারিখ | ২৫.০২.২০২৪ |
পদের নাম : Specialist Officer।
শূন্যপদ : ১০২৫।
গুরুত্বপূর্ন তারিখ :
বিজ্ঞপ্তি প্রকাশিত | ০৩.০২.২০২৪ |
আবেদন শুরু | ০৭.০২.২০২৪ |
আবেদন শেষ | ২৫.০২.২০২৪ |
বয়স সীমা : বয়সসীমা ২১ থেকে ৩৮ বছরের মধ্যে হলেই আবেদন করা যাবে।
বেতন : বিজ্ঞপ্তি অনুযায়ী সেরকম ভাবে বেতন সম্বন্ধে কিছু উল্লেখ নেই। অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে অনলাইনে মাধ্যমে আবেদন পদ্ধতি সম্পন্ন করতে পারেন।
শিক্ষাগত যোগ্যতা : আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই বি.টেক, ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট, চার্টার্ড একাউন্ট, গ্রাজুয়েশন ডিগ্রি ইত্যাদি যে কোন একটা বিষয় সম্পূর্ণ করা থাকলে অবশ্য এখানে আবেদন করা যাবে।
নিয়োগ পদ্ধতি : নিয়োগ করা হবে দুটি ধাপের মাধ্যমে
- সর্বপ্রথম লিখিত পরীক্ষা বা অনলাইনে টেস্ট ও
- ইন্টারভিউ এর মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।
আবেদন করতে হবে কি ভাবে :
- আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
Click here for Official Notification : https://www.pnbindia.in/Recruitments.aspx
- সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে।
Click here for Official Website : www.pnbindia.in
Click here for Online Application : https://ibpsonline.ibps.in/pnbmmjan24/
- নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিলাপ করতে হবে।
- যা যা ডকুমেন্টস চেয়েছে সে গুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
- নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।