Railway Recruitment 2023 : রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, পশ্চিম রেলওয়ে শিক্ষানবিশ পদের জন্য একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
যোগ্য প্রার্থীরা RRC-wr.com-এ RRC WR-এর অফিসিয়াল সাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন।
আবেদন প্রক্রিয়া 27 জুন শুরু হবে এবং 26 জুলাই শেষ হবে।
Click here for Official Notification : https://drive.google.com/file/d/18FZNnK7t3dOwFPcUpWjZw0oOCd5iOZcA/view?usp=sharing
নিয়োগকারী সংস্থা(Employers:): ভারতীয় রেল এর তত্ত্বাবধানে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল (RRC) এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
Click here for More Details Regarding Recruitment : https://www.rrc-wr.com/rrwc/Files/1347.pdf
পদের নাম(Name of the Post) : বেশ কয়েক ধরনের গ্রুপ ডি লেভেলের পদে প্রার্থীদের নিযুক্ত করা হবে।
- Machinist
- Turner
- Fitter
- Pipe Fitter
- Plumber
- Draftsman (Civil)
- PASSA
- Stenographer
- Welder
- Electronic Mechanic
- Wireman
- Refrigerator (AC – Mechanic)
- Carpenter
- Painter
- Diesel Mechanic
- Mechanic Motor Vehicle
- Electrician
শূন্যপদ(Number of Vacancy): অসংখ্য শূন্যপদ রয়েছে এখানে। আপাতত সব মিলিয়ে 3624 শূন্যপদ।
শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) : ন্যুনতম শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাশ। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে আইটিআই করে থাকলে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
বয়সসীমা : প্রার্থীদের বয়স 26 জুলাই, 2023 তারিখে 15 বছর থেকে 24 বছরের মধ্যে হতে হবে।
আবেদন ফী :
- SC/ST/PWD/মহিলা আবেদনকারী: নেই
- অন্যান্য সমস্ত আবেদনকারী: 100 টাকা
- অনলাইন আবেদন এর লিংকে ক্লিক করুন এবং নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন তথা ফর্ম ফিলাপ করুন।
- নিজের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট ক্যাটাগরি, অভিভাবকের নাম ইত্যাদি তথ্য দিয়ে অনলাইন ফর্ম ফিলাপ করুন।
- একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি সঙ্গে রাখবেন।
- যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সঙ্গে পাসপোর্ট সাইজের রঙিন ফটো এবং সিগনেচার এগুলি এক এক করে আপলোড করুন।
- সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।
প্রয়োজনীয় ডকুমেন্টস (Required Documents) :
১. ভোটার ও আঁধার কার্ড
৩. বয়সের প্রমানপত্র
৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র
৫. জাতিগত সংশাপত্রের প্রমান
৬. বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট ছবি,
৭. শারীরিক মাপজোকের পরীক্ষা এবং মাপজোকের প্রমানপত্র ,ইত্যাদি
আবেদনের সময়সীমা : আগামী 26 জুলাই, 2023 তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
আরও পড়ুন : Railway Recruitment 2023 : ভারতীয় রেলে কর্মী নিয়োগ ! শূন্যপদ 5636 টি!