Scheme in West Bengal : ভুলে যান লক্ষীর ভান্ডার, নয়া প্রকল্পে প্রত্যেককে মাসিক ১,০০০ টাকা করে ভাতা দিচ্ছে রাজ্য সরকার !

WhatsApp Group Join Now
Google News Follow

Scheme in West Bengal : মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যবাসীদের কল্যানার্থে আরও একটি বিশেষ প্রকল্পের সূচনা করা হয়েছে। যার সন্বন্ধে জানার পর রাজ্য সরকারের অন্য সব প্রকল্প গুলি তো দূরে থাক, এমনকি লক্ষীর ভান্ডার প্রকল্পের কথা পর্যন্ত আপনারা ভুলে যাবেন। কারন এই প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত করলেই প্রতি মাসে রাজ্য সরকারের তরফ থেকে ১,০০০ টাকা করে ভাতা পাওয়া যাবে।

রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যবাসীদের সার্বিক উন্নয়নের স্বার্থে যে সকল প্রকল্পের সূচনা করা হয়েছে তার মধ্যে জনপ্রিয় প্রকল্প গুলি হল খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, লক্ষীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী প্রভৃতি। তবে উল্লেখিত প্রকল্প গুলির মধ্যে যে প্রকল্পটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেছে তা হল লক্ষীর ভান্ডার প্রকল্প। কারন এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সকল বেকার মা বোনেদের ৫০০/১০০০ টাকা করে দেওয়া হয়।

আজ আমরা যে প্রকল্পের বিষয়ে জানাতে চলেছি তার তার নাম হল “সামাজিক সুরক্ষা যোজনা”। এই প্রকল্পটি কার্যকরী হওয়ার পর থেকেই এই প্রকল্পকে ঘিরে সারা রাজ্যে হইচই পড়ে গিয়েছে। চলতি বছরের গত এপ্রিল মাসে রাজ্যে অনুষ্ঠিত হওয়া দুয়ারে সরকার ক্যাম্পে রাজ্য সরকারের অন্য সব প্রকল্প গুলির এমনকি লক্ষীর ভান্ডারের চেয়েও বেশি আবেদন পত্র জমা পড়েছে এই প্রকল্পের আওতায়। চলুন তাহলে এবারে জেনে নেওয়া যাক এই প্রকল্পের সুবিধা কারা কারা পাবেন।

সামাজিক সুরক্ষা যোজনা কী?

অসংগঠিত শ্রমিকদের অর্থাৎ নির্মাণ কর্মী, পরিবহন কর্মীদের ইত্যাদি শ্রমিকদের উন্নতির জন্য পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে একটি সুরক্ষা যোজনা। যাকে বলা হয় “সামাজিক সুরক্ষা যোজনা” বা “সামাজিক সুরক্ষা প্রকল্প”। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প গুলির মধ্যে এই প্রকল্পটি শ্রমিকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

সামাজিক সুরক্ষা যোজনা মাধ্যমে শ্রমিকরা অনেক সরকারী সুবিধা পেয়ে থাকে ও তাদেরকে সন্তানদের পড়াশুনার জন্য সরকারী সাহার্য্য দেওয়া হয়।

সামাজিক সুরক্ষা যোজনা হল পশ্চিমবঙ্গের শ্রমিকদের সুরক্ষার জন্য আর্থিক সাহার্য্য। সামাজিক সুরক্ষা যোজনা ফলে সন্তানদের পাড়াশুনার টাকা, চিকিৎসার জন্য সাহার্য্য, হেল্থ ইন্সুরেন্স ও আধুনিক কাজের প্রশিক্ষণের শুব্যবস্থা। সামাজিক সুরক্ষা যোজনা আবেদন পদ্ধতি, সুবিধা যোগ্যতা সম্পর্কে জানুন।

কিছু তথ্য সামাজিক সুরক্ষা যোজনা সমন্ধে।

  1. অসংগঠিত শ্রমিকদের ভবিষ্যত নিয়ে ভবিষ্যনিধি প্রকল্পের সুবিধা রয়েছে। এতে শ্রমিকদের ভবিষ্যত এ নির্দিষ্ট পরিমানে টাকা পাবে।

  2. স্বাস্থ্য সুরক্ষা অর্থাৎ চিকিৎসার জন্য 60 হাজার টাকা সহায়তা।

  3. পরিবারের জন্য স্বাস্থ্য সুরক্ষার সুবিধা।

  4. সর্বাধিক দুটি সন্তানের পড়াশুনার জন্য বাৎসরিক সরকারী অনুদান স্বরূপ টাকার সুবিধা।

  5.  নির্মাণ কর্মীদের জন্য সুরক্ষা প্রকল্প।

  6. পরিবহন কর্মীদের জন্য সুরক্ষা প্রকল্প।

সামাজিক সুরক্ষা যোজনা যোগ্যতা 2023।

  • সামাজিক সুরক্ষা যোজনা প্রধান যোগ্যতা হল আবেদনকারীকে পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হওয়া চাই।

  • আবেদনকারীর বয়স সর্বোনিন্ম 18 এবং সর্বোচ্চ 60 বছর।

  • শুধুমাত্র অসংগঠিত শ্রমিকরা এই যোজনা জন্য আবেদন করতে পারবে।

  • পারিবারিক মাসিক উপার্জন 65 হাজার টাকার বেশি হওয়া হলে সামাজিক সুরক্ষা যোজনা আবেদন করা যাবে না।

  • নির্মাণ কর্মী এবং পরিবহন কর্মীদের জন্য আয়ের কোনোরকম ঊর্ধ্বসীমা নেই।

সামাজিক সুরক্ষা যোজনা সুযোগ-সুবিধা।

  • সামাজিক সুরক্ষা যোজনার আওতায় সর্বাধিক দুটি সন্তানের শিক্ষার জন্য ওই পরিবাকে সরকার পড়াশুনা চলাকালীন আর্থিক সহযোগিতা করবেন। যেমন : একাদশ (XI) শ্রেণির জন্য 4 হাজার টাকা, দ্বাদশ(XII) শ্রেণীতে পাঠরত 5 হাজার টাকা। আই টি আই হলে বাৎসরিক 6 হাজার  টাকা, স্নাতক স্তরের জন্য (BA) (কলা/বিজ্ঞান/বাণিজ্য) ৬ হাজার টাকা স্নাতকোত্তর (PG) হলে 10 হাজার হাজার টাকা করে বাৎসরিক দেওয়া হবে। এছাড়াও পলিটেকনিক হলে 10 হাজার হাজার টাকা  ডাক্তারি/ইঞ্জিনিয়ারিং পাঠরত বাৎসরিক 30 হাজার হাজার টাকা করে দেওয়ার সুবিধা রয়েছে এই সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পে।

  • এছাড়া দুটি কন্যা সন্তান এর স্নাতকোত্তর পর্যন্ত পড়াশোনা শেষ করার জন্য প্রত্যেক কে 25 হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হবে যদি অবিবাহিত থাকে।

  • সামাজিক সুরক্ষা যোজনার উপভোক্তা ও তার পরিবারে যদি কেউ অসুস্থ হয় তাহলে তাদের জন্য ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম এর মাধ্যমে 20 হাজার টাকার সাহার্য্য পেতে পারে।

  • এছাড়া শল্য চিকিৎসার জন্য প্রতিবছর 60 হাজার টাকার সাহার্য্য পাবেন।

  • দুর্ঘটনাজনিত কারণে যদি পরিবারের উপার্জনকারী অসুস্থ হতে বসে থাকে, কাজ করতে না পারে তাহলে সর্বোচ্চ 10 হাজার টাকা পাবে। সংসার চালানোর সহায়তা স্বরূপ।

  • এছাড়াও ভবিষ্যনিধি জন্য ভবিষ্যনিধি প্রকল্পের সুবিধার জন্য প্রতি মাসে 25 টাকা করে একাউন্ট এ রাখলে সুদ সমেত 60 বছর উর্তীন্ন হলে সেই টাকা ফিরত পাবে। যদি উপভোক্তর একাউন্ট বব্ধ হয়ে যায় বা মৃর্তু ঘটে তাহলে সমস্ত টাকা উত্তরাধিকারী পাবেন।

  • ভবিষ্যনিধি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য সামাজিক সুরক্ষা যোজনা ফর্ম 1 সমেত একটি দরখাস্ত লিখে জমা করতে হবে।

  • দুর্ঘটনার কারণে মৃত্যু হলে 2 লক্ষ টাকা পাবেন তার পরিবার।

  • স্বাভাবিক মৃর্তুতে 60 হাজার টাকা।

  • শারীরিক অসমর্থ্যতার জন্য 50 হাজার টাকার সহযোগিতা।

  • যদি কোন কারণে দুটি চোখের দৃষ্টিশক্তি হারায় বা দুটি হাতের কর্মক্ষমতা হারায় অথবা দুটি পায়ের চলশক্তি শক্তি হারায় তাহলেও 2 লক্ষ টাকার সহযোগিতা পাবেন।

  • প্রশিক্ষণ: এছাড়াও ব্যবসা-বাণিজ্য এবং বৃত্তিমূলক কাজের জন্য সরকারী প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। প্রশিক্ষণ নেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভলপমেন্ট থেকে বিনামূলে প্রশিক্ষণ নিতে পারবে সামাজিক সুরক্ষা যোজনার শ্রমিকরা।

Click here for User Manual : https://drive.google.com/file/d/1rsi5YWnZGPKYkzNGRhbj0jAfVjOU5D8N/view?usp=sharing

সামাজিক সুরক্ষা যোজনা অনলাইন এপ্লিকেশন।

  • SSY website টি ওপেন করতে হবে wblabour.gov.in

Click here for Official Website : wblabour.gov.in

Click here for Application : https://bmssy.wblabour.gov.in/

Click here for Login : https://bmssy.wblabour.gov.in/login

  • তারপর সেখানে একটি অনলাইন আবেদন বা রেজিস্ট্রেশন করতে হবে।

  • এরপর সেই ফর্মটি নিয়ে শ্রমিক কল্যাণ সৌকর্য কেন্দ্র (LWFC) যা আপনার ব্লক অফিসে পাবেন সেখানে যাবেন। সেখান থেকে আপনাকে সমস্ত কিছু তথ্য দিয়ে দিবেন কিভাবে কী করবেন।

সামাজিক সুরক্ষা যোজনা প্রয়োজনীয় নথি।

  • আবেদনকারীর আঁধার কার্ড, রেশন কার্ড, ভোটের কার্ড ও ব্যাঙ্কের পাসবুক জেরক্স।
  • ইনকাম সার্টিফিকেট।
  • ফটোকপি।
  • পরিবারের সদস্যদের নাম ও তাদের পরিচয়পত্র।

কী কী সুবিধা রয়েছে : এই প্রকল্পে ভবিষ্যনিধি ও প্রভিডেন্ট ফান্ডের পাসবুক আপডেট করার সুবিধা রয়েছে।

কারা এই সুবিধা যোগ্য : নিবন্ধিকৃত উপভোক্তাগন অর্থায় যারা সামাজিক সুরক্ষা যোজনার অন্তর্ভুক্ত।

কী কী নথি বা ডকোমেন্টস লাগবে :

  1. প্রকল্পের পাসবই।

  2. সামাজিক মুক্তি কার্ড।

  3. দুটোরই আসল কপি ও একটি করে জেরক্স লাগবে।

কোথাও আবেদন করবেন : আপনার এলাকার দুয়ারে সরকার ক্যাম্প এ গিয়ে শ্রম দপ্তরের যেই কাউন্টার রয়েছে সেখানে।

সামাজিক সুরক্ষা যোজনা ফর্ম :  https://drive.google.com/file/d/1avzPHXlMTamwnqMyDLAH0TwQESIDo9LN/view?usp=sharing

সামাজিক সুরক্ষা যোজনা ফর্ম : https://drive.google.com/file/d/1yf50J9F-UAGI-5JbOJMALdeHL0xTHKvY/view?usp=sharing

আরও পড়ুন : Aadhaar PAN Link : প্যান আধার কার্ড লিঙ্ক না থাকলে এই ১০ কাজ হবে না !

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles