Railway Recruitment 2024 : ভারতীয় রেলের পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় চাকরিপ্রার্থীরাই আবেদনযোগ্য। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।
Click here for Official Notification : https://drive.google.com/file/d/1vLO35Qkkxu6kWPUShMfB3p36fIzusezN/view?usp=sharing
পদের নাম :
- Technician Grade 1 & Grade 3
শূন্যপদ : ৯১৪৪ টি।
শিক্ষাগত যোগ্যতা :
- Technician Grade 1 পদের জন্য বিজ্ঞান বিভাগের যেকোনো বিষয়ে স্নাতক পাশ অথবা ইঞ্জিনিয়ারিং বিভাগের যেকোনো বিষয়ে নূন্যতম তিন বছরের ডিপ্লোমা ডিগ্রী থাকা চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন।
- Technician Grade 3 পদের জন্য নূন্যতম মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি যেকোনো ট্রেডে ITI ডিগ্রী থাকতে হবে চাকরিপ্রার্থীদের।
বেতন :
- Grade 1 টেকনিশিয়ানদের মাসিক বেতন হল ২৯,২০০/- টাকা।
- Grade 3 টেকনিশিয়ানদের মাসিক বেতন হল ১৯,৯০০/- টাকা।
বয়সসীমা : আবেদন জানানোর জন্য প্রার্থীদের বয়স সীমা হচ্ছে ১৮ বছর থেকে ৩৬ বছর।সরকারি নিয়োগের নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে। বয়স হিসেব করতে হবে ১ জুলাই, ২০২৪ তারিখ অনুযায়ী।
আবেদন পদ্ধতি :
- অনলাইন মাধ্যমে এখানে নিজেদের আবেদন নথিভুক্ত করতে পারবেন চাকরিপ্রার্থীরা।
- প্রথমে ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিতে হবে।
- এরপর অনলাইন আবেদনপত্রে সমস্ত প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে।
- আবেদনপত্রটি ফিলাপ করা হয়ে গেলে প্রয়োজনীয় নথিপত্রগুলি নির্দেশানুযায়ী স্ক্যান করে আপলোড করে নিতে হবে।
- সবশেষে আবেদন ফি জমা করে সাবমিট অপশনে ক্লিক করলে আবেদন নথিভুক্ত হয়ে যাবে।
আবেদন ফি :
- সংরক্ষিত শ্রেণীর প্রার্থী, মহিলা এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের আবেদন ফি বাবদ ২৫০/- টাকা জমা করতে হবে।
- বাকি অন্যান্য শ্রেণীর অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের আবেদন ফি বাবদ ৫০০/- টাকা জমা করতে হবে।
সিলেবাস : পরীক্ষার্থীদের সুবিধার্থে Technician Grade 1 এবং Grade 3 নিয়োগের CBT পরীক্ষার সিলেবাস দেওয়া হল।


আবেদনের শেষ তারিখ : ৮ এপ্রিল, ২০২৪।
আরও পড়ুন : SAIL Recruitment 2024 : সাইপেন্ড নিয়েই কাজ করা যাবে SAIL ইন্ডিয়ায় !!! আবেদন করুন শিগগিরই !!!