Railway Recruitment 2024 : রেল বিভাগে বিরাট নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে । ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে রেল বিভাগে চাকরি করতে ইচ্ছুক? শুধুমাত্র মাধ্যমিক পাশে এমন দুর্দান্ত নিয়োগের সুবর্ণ সুযোগ হাতছাড়া না করতে এখনই জেনে নিন এর বিস্তারিত বিবরণ।
Click here for Official Notification : https://drive.google.com/file/d/1_8N1ValgGX5ssw4i7mstlqB3MZcjCJnB/view?usp=sharing
পদের নাম :
- কনস্টেবল।
- সাব ইন্সপেক্টর।
শূন্যপদ : এই দুটি পদে সব মিলিয়ে 4660 শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। পদ অনুযায়ী শূন্যপদের বিবরণ হলো :
- কনস্টেবল – 4208 টি।
- সাব ইন্সপেক্টর – 452 টি।
পদ : কনস্টেবল।
- শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
- বয়সসীমা : 18 থেকে 28 বছর বয়সের মধ্যে যেকেউ আবেদন জানাতে পারবেন।
- বেতন : মাসিক গড় বেতন 21,700/- টাকা।
পদ : সাব ইন্সপেক্টর।
- শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।
- বয়সসীমা: 20 থেকে 28 বছর বয়সের মধ্যে যেকেউ আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন।
- বেতন: মাসিক গড় বেতন 35,400/- টাকা।
আবেদন পদ্ধতি : অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন আপনারা।
- সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল অনলাইন আবেদনের লিংকে ক্লিক করে নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করুন।
Click here for Official Website : https://rpf.indianrailways.gov.in/RPF/
- এক্ষেত্রে নিজের নাম, মোবাইল নম্বর, ইমেল, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি ইত্যাদি তথ্য দেবেন।
- নিজের যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সঙ্গে পাসপোর্ট সাইজের রঙিন ফটো, সিগনেচার ইত্যাদি এক এক আপলোড করুন।
- সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।
আবেদনের সময়সীমা : আগামী 15/04/2024 তারিখ থেকে 14/05/2024 তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন।
আরও পড়ুন : Railway Recruitment 2024 : ভারতীয় রেলে ৯১৪৪ টেকনিশিয়ান নিয়োগ !!! আবেদন প্রক্রিয়া চলবে ৮ এপ্রিল পর্যন্ত!!!