WBSETCL Recruitment 2024 : বিদ্যুৎ ট্রান্সমিশন কোম্পানিতে নিয়োগ !!! আবেদন চলবে ২৭ মার্চ অবধি !!!

WhatsApp Group Join Now
Google News Follow

WBSETCL Recruitment 2024 : ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড বা WBSETCL বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।  যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা এবং মাসিক বেতন সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

Click here for Official Notification : https://drive.google.com/file/d/1qYoovg0XR1oXiGPg6jvyTIeLUYPqUA3e/view?usp=sharing

পদ : 

  • Graduate Apprentice (Electrical)
  • Technician Apprentice (Electrical)

    EDUCATIONAL QUALIFICATION
    EDUCATIONAL QUALIFICATION

বয়স সীমা : চাকরি প্রার্থীদের বয়স প্রথম পদের ক্ষেত্রে মিনিমাম ২২ বছর, দ্বিতীয় পদের ক্ষেত্রে ১৮ বছর।

AGE LIMIT
AGE LIMIT

বেতন সীমা : 

  • Graduate Apprentice (Electrical) পদে প্রতিমাসে ট্রেনিং অবস্থায় ৯,০০০/- টাকা দেওয়া হবে।
  • Technician Apprentice (Electrical) এই পদে প্রতিমাসে ট্রেনিং অবস্থায় ৮,০০০/- টাকা করে দেওয়া হবে।

    STIPEND
    STIPEND

আবেদন পদ্ধতি :

  • চাকরিপ্রার্থীদের প্রথমে অনলাইনে এর মাধ্যমে আবেদন করতে হবে।

Click here for Apply Online : https://portal.mhrdnats.gov.in/boat/login/user_login.action

  • অনলাইনে আবেদন করার জন্য এই প্রতিবেদনের নিচে এপ্লাই লিংক দেওয়া হয়েছে সেখানে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারবেন।
  • অনলাইনে আবেদন করার পরে প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর, কাস্ট সার্টিফিকেট টি স্ক্যান করে ইমেইলের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে।

নিয়োগ প্রক্রিয়া : 

  • আবেদন করার পরে চাকরিপ্রার্থীদের প্রথম এই ডকুমেন্টস ভেরিফিকেশন হবে।
  • ডকুমেন্টস ভেরিফিকেশন করার জন্য এই প্রতিবেদনে অথবা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে কোথায় যেতে হবে আপনারা অবশ্যই বিজ্ঞপ্তি ডাউনলোড করুন সমস্ত তথ্য ভালো করে দেখে ডকুমেন্টস ভেরিফিকেশন করবেন।
  • এখানে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদনের শেষ তারিখ : আগামী 27/03/2024 তারিখ পর্যন্ত চাকরিপ্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

আরও পড়ুন : Railway Recruitment 2024 : ভারতীয় রেলে ৯১৪৪ টেকনিশিয়ান নিয়োগ !!! আবেদন প্রক্রিয়া চলবে ৮ এপ্রিল পর্যন্ত!!!

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles