Ratan Tata Scholarship : প্রত্যেক বছর Tata Trust এর পক্ষ থেকে এই স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। প্রধানত দেশের দুঃস্থ পরিবার থেকে উঠে আসা মেধাবী পড়ুয়াদের এই স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত শিক্ষার্থীদের এই বৃত্তি প্রদান করে থাকে টাটা ট্রাস্ট গ্রুপ। এই স্কলারশিপের জন্য আবেদন করলে কোর্স অনুযায়ী ন্যূনতম ১২,০০০ টাকা এবং সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত পাওয়া যায়।
স্কলারশিপে আবেদনের জন্য পড়ুয়াদের কিরকম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, কিভাবে আবেদন করতে হয়, কোন কোর্সে কত টাকা দেওয়া হয়, আবেদনের শর্ত, আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস ও প্রার্থী বাছাই সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।
Scholarship Name | Tata Scholarship |
Launched By | Tata Trust |
Scholarship For | Class 1st to UG, PG, & Higher Course Enrolled Students |
Registration Mode | Online |
Objective | Inspire & Motivate Student For Further Studies. |
Benefits | Scholarship Amount Provided. |
Official Website | tatatrusts.org |
কারা আবেদন করতে পারবেন টাটা স্কলারশিপে(Who can apply for Tata Scholarship) ?
- ষষ্ঠ শ্রেণী থেকে পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত যেকেনো কোর্সের ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন।
- যেহেতু এই স্কলারশিপ গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে প্রদান করা হয়। তাই আবেদনকারী বর্তমানে যে ক্লাসে পড়াশোনা করছেন তার আগের ক্লাসের বার্ষিক পরীক্ষার ন্যূনতম ৬০% নম্বর পেয়ে থাকতে হবে।
- আবেদনকারীর পরিবারের বাৎসরিক আয় ৪ লাখ টাকার মধ্যে হতে হবে।
এই স্কলারশিপের জন্য যোগ্য নয় কারা(Who is not eligible for this scholarship)?
Tata Trust এর কর্মচারি এমন ব্যক্তির ছেলে-মেয়েরা এই স্কলারশিপের জন্য যোগ্য নয়।
বৃত্তির পরিমাণ(Scholarship Amount)।
এই স্কলারশিপে ক্লাস 6 থেকে 12 পর্যন্ত সর্বোচ্চ ১২,০০০ পাবেন শিক্ষার্থীরা। স্নাতক ডিগ্রি (BA/B.Sc./BBA/B.Com) ও Diploma (Engineering & Medical) তে পড়াশোনা করছেন এমন পড়ুয়ারাদের বছরে সর্বোচ্চ ২০,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করে থাকে টাটা ট্রাস্ট গ্রুপ। এছাড়াও ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল ও আইনের মতো প্রফেশনাল পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সে বার্ষিক সর্বোচ ৫০,০০০ টাকা দিয়ে থাকে Tata Group।
আবেদন প্রক্রিয়া(Application Procedure)।
টাটা স্কলারশিপে আবেদনের জন্য প্রথমে https://www.buddy4study.com/page/the-tata-capital-pankh-scholarship-programme এই ওয়েবসাইটে গিয়ে আপনার Course সিলেক্ট করে Apply Now এ ক্লিক করুন।
Click here for Apply Online : https://www.buddy4study.com/page/the-tata-capital-pankh-scholarship-programme
এবারে আপনার ডিভাইসের স্ক্রিনে অনলাইন আবেদন পত্রটি খুলে যাবে। প্রয়োজনীয় ডকুমেন্টস সহকারে আবেদনপত্রটি ভালো করে পূরণ করে। এখন Term & Conditions এর চেকবক্স ক্লিক করে দরখাস্ত সাবমিট করুন।
আবেদনের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন টাটা স্কলারশিপে(What documents are required to apply for Tata Scholarships)?
টাটা স্কলারশিপ ২০২৩ এ আবেদনের জন্য আবেদনকারীদের নিম্নলিখিত ডকুমেন্টস গুলি থাকতে হবে।
- আবেদনকারীর সচিত্র পরিচয়পত্র ( Aadhaar/Voter Card )।
- পাসপোর্ট মাপের কালার ফটোগ্রাফ।
- শেষ ফাইনাল বর্ষের মার্কশীট।
- শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভর্তির স্লিপ।
- পরিবারের বার্ষিক আয়ের প্রমাণপত্র।
- ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস।
- কাস্ট সার্টিফিকেট (প্রযোজ্য হলে)।
- Physically Challenged (Disability Certificate)
প্রার্থী বাছাই প্রক্রিয়া(Candidate selection process)।
স্কলারশিপের জন্য নির্দিষ্ট ক্লাসে পাঠরত পড়ুয়াদের একটা Merit List প্রস্তুত করা হয়। এরপর মেধা তালিকায় থাকা Shortlisted প্রার্থীদের Telephonic Interview এর মাধ্যমে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। উত্তর কতটা সঠিক, এর নির্ভরযোগ্যতা এবং সম্পূর্ণ মেধা তালিকার ওপর ভিত্তি করে টাটা স্কলারশিপের জন্য যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হয়ে।
শেষ তারিখ(Deadline)।
টাটা ক্যাপিটাল পঙ্খ স্কলারশিপে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা অক্টোবর মাসের মধ্যে অনলাইন আবেদন সাবমিট করবেন।