Recruitment of Group-D and Clerk Posts in the State : রাজ্যে গ্রুপ-D এবং ক্লার্ক পদে কর্মী নিয়োগ অষ্টম শ্রেনি, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশে চাকরি।

Join Our WhatsApp Group For New Update

Recruitment of Group-D and Clerk Posts in the State :- পশ্চিমবঙ্গ রাজ্যে বেঞ্চ ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক এবং গ্রুপ-ডি (Group-D) অর্ডারলি পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। এই সমস্ত পদ গুলিতে চাকরির জন্য অষ্টম শ্রেনি, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশ করলে আবেদন করা যাবে।  নিয়োগটি পশ্চিমবঙ্গের শিশু সুরক্ষা ইউনিট (Child Protection Unit)– এ করা হবে। রাজ্যের যে কোন জেলার অন্তর্গত পুরুষ ও মহিলা উভয় ইচ্ছুক প্রার্থীরাই এখানে আবেদনের যোগ্য।

গুরুত্বপূর্ণতারিখ (Important Dates)

নোটিশপ্রকাশ

16.09.2022

আবেদনশুরু

21.09.2022

আবেদনশেষ

21.10.2022

 

নোটিশ নম্বর(Notice No.) : 722/DCPU/DARJ/2022

নোটিশ প্রকাশের তারিখ(Date of Publication of Notice) : 19 সেপ্টেম্বর 2022

আবেদনের মাধ্যম(Application medium) : অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

Click Here for Official Notification

নিয়োগের তথ্য (Post Details) :

(1)পদের নাম(Name of Post) : বেঞ্চ ক্লার্ক (Bench Clerk)

বেতন(Salary) : এই পদের জন্য প্রতিমাসে 13,500 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) : যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোনো বিভাগে
উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।

মোট শূন্যপদ : 01

(2)পদের নাম(Name of Post) : লোয়ার ডিভিশন ক্লার্ক (Lower Division Clerk)

বেতন(Salary) :  এই পদের জন্য প্রতিমাসে 13,500 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) : যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে
হবে।

মোট শূন্যপদ : 02

(3) পদের নাম : অর্ডারলি (Orderly)

বেতন : এই পদের জন্য প্রতিমাসে 12,500 টাকা বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ হতে হবে। প্রার্থীদের বাংলা কিংবা নেপালি এবং হিন্দি ভাষায় কথা বলতে, লিখতে ও পড়তে পারতে হবে।

মোট শূন্যপদ : 07

বয়সসীমা(Age Limit) : উপরের সমস্ত পদের চাকরির জন্য আবেদনকারী চাকরিপ্রার্থীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী তপশিলি জাতি (SC) এবং তপশিলি উপজাতি (ST) শ্রেণীর প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।

নিয়োগ পদ্ধতি(How to Recruit) :

(1) বেঞ্চ ক্লার্ক এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কম্পিউটার টেস্ট নেওয়া হবে। তারপরে নিয়োগ করা হবে।

(2) অর্ডারলি পদের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে শুধুমাত্র বাংলা কিংবা নেপালি এবং হিন্দি ভাষায় কথা বলতে,
লিখতে ও পড়তে পারতে হবে।

আবেদন পদ্ধতি(How to Apply) :

(1) উপরের সমস্ত গ্রুপ-ডি এবং ক্লার্ক পদের চাকরিতে আবেদন করতে হবে সরাসরি অফলাইনের মাধ্যমে।

(2) তাই যারা আবেদন করতে ইচ্ছুক তাদের প্রথমে নিচের দেওয়া লিংক থেকে অফিসিয়াল নিয়োগের বিজ্ঞপ্তিটি মোবাইলে অথবা কম্পিউটারে ডাউনলোড করতে হবে।

(3) অফিসিয়াল নোটিশের দুই নম্বর পেজে আবেদন করার একটি ফর্ম দেওয়া রয়েছে। ফর্মটি  A4 সাইজের
পেপারে প্রিন্ট আউট করতে হবে।

(4) এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন পত্রটিকে সঠিকভাবে পূরণ করতে হবে এবং সমস্ত প্রয়োজনীয়
নথিপত্রগুলিকে জেরক্স এবং সেল্ফ অ্যাটেস্টেড করে আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে।

(5) সবশেষে আবেদন পত্র এবং প্রয়োজনীয় নথিপত্র একটি খামে ভরে নিচের দেওয়া  ঠিকানায় নির্দিষ্ট
সময়ের মধ্যে স্পিড পোষ্ট অথবা রেজিস্টার্ড পোষ্টের মাধ্যমে পাঠাতে হবে।

Recruiting Organization

আবেদনপত্রের সাথে যেসমস্ত ডকুমেন্ট দিতে হবে(Submission of Documents when Application) :

(1) কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি।

(2) বয়সের প্রমাণপত্র হিসাবে প্যান কার্ড কিংবা আধার কার্ড, কিংবা জন্ম সার্টিফিকেট কিংবা, মাধ্যমিকের এডমিট কার্ড।

(3) বাসস্থানের সার্টিফিকেট (গ্রাম পঞ্চায়েত অথবা পৌরসভা অফিস থেকে পাওয়া যাবে)।

(4) শিক্ষাগত যোগ্যতার মার্কশীট এবং সার্টিফিকেট।

(5) কাস্ট সার্টিফিকেট(যদি থাকে)।

(6) কম্পিউটার সার্টিফিকেট (বেঞ্চ ক্লার্ক এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে)।

আরও পড়ুন :  CRPF Constable GD Recruitment 2022 : CRPF এ কনস্টেবল জিডি(GD) পদে কর্মী নিয়োগ |

Join Our WhatsApp Group For New Update

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles