Reliance Jio 5G : দিল্লিতে রিলায়েন্স জিও-র 5G নেটওয়ার্কে প্রায় ৬০০ Mbps মিডিয়ান ডাউনলোড স্পিড উঠছে বলে জানা গিয়েছে। দেশজুড়ে সামগ্রিকভাবে 5G-তে ৫০০ Mbps স্পিড উঠছে।
Jio True 5G roundup : launch date, plans, SIM, speed, list of cities, compatible smartphones, and more : https://www.91mobiles.com/hub/jio-5g-launch-date-india-plans-prices-speeds-technology/
Ookla-এর ‘স্পিডটেস্ট ইন্টেলিজেন্স’ রিপোর্ট অনুযায়ী, টেলিকম অপারেটররা জিও-র এই নেটওয়ার্ক পরীক্ষা করেছে। দেশজুড়ে বিভিন্ন বিস্তৃত পরিসরে সর্বনিম্ন ১৬.২৭ Mbps এবং সর্বোচ্চ ৮০৯.৯৪ Mbps পর্যন্ত গতি উঠেছে।
Ookla অবশ্য উল্লেখ করেছে যে, আপাতত সংস্থাগুলি তাদের নেটওয়ার্ক প্রাথমিক পর্যায়ে চালাচ্ছে। আর সেই কারণেই গতির তারতম্য হচ্ছে। তবে সম্পূর্ণ বাণিজ্যিক মোডে চালু হওয়ার সময়ে এটি স্থিতিশীল হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
Ookla 5G MAP : https://www.speedtest.net/ookla-5g-map
অন্যদিকে দিল্লিতে, এয়ারটেলে ১৯৭.৯৮ এমবিপিএস এবং প্রায় ২০০ এমবিপিএস মিডিয়ান ডাউনলোড স্পিড উঠেছে।
More Details of Jio 5G Recharge Plan : https://www.91mobiles.com/hub/jio-5g-recharge-plan-affordable-opt-in-option-report/
কলকাতাতেও, গত জুনের পর থেকে অপারেটরদের মিডিয়ান ডাউনলোড স্পিড(Reliance Jio 5G) সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। তিলোত্তমায় Jio-র মিডিয়ান ডাউনলোড স্পিড ৪৮২.০২ Mbp-এ পৌঁছে গিয়েছে।
আরও পড়ুন : Jio 5g Free Offer : Jio 5g ডেটা মিলছে সম্পূর্ণ ফ্রি-তে, কীভাবে পাবেন ?