BPCL Recruitment : ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের(BPCL)তরফ এ কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন ১৮ হাজার টাকা মাসিক বেতন।

WhatsApp Group Join Now
Google News Follow

Contents

BPCL Recruitment : BPCL বা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে বিভিন্ন ডিসিপ্লিনে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড কেন্দ্রীয় পাবলিক সেক্টরের উদ্যোগ যা ভারত সরকারের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের অধীনে নিয়ন্ত্রিত হয়।

প্রশিক্ষণ চলাকালীনই প্রার্থীদের মাসিক 18,000/- টাকা স্টাইপেন্ড প্রদান করা হবে। ভারতবর্ষের সমস্ত নাগরিক তথা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে ইচ্ছুক চাকরি প্রার্থীরা নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে এখানে আবেদন করতে পারবে।

গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)

নোটিশ প্রকাশ

29.09.2022
আবেদন শুরু

29.09.2022

আবেদন শেষ

15.10.2022

 

পদের নাম(Name of the Post) : টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (Technician Apprentice)

Click Here for Official Notification : file:///C:/Users/HKSK/Downloads/BPCL%20Apprentice%20Vacancy%20Notification.pdf 

স্টাইপেন্ড(Monthly Stipend): প্রশিক্ষণ চলাকালীন প্রার্থীদের প্রতিমাসে 18,000/- টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification): যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে কমপক্ষে 60 % নম্বর সহ ফুল টাইম ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাশ করে থাকতে হবে।

বয়সসীমা(Age Limit): 01.10.2022 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স 18 বছর থেকে 27 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য 5 বছরের এবং OBC প্রার্থীদের জন্য 3 বছরের বয়সের ছাড় রয়েছে।

মোট শূন্যপদ(Number of Vacancy): এখানে সর্বমোট 57 টি শূন্যপদে প্রার্থীদের নিয়োগ করা হবে।

যে সমস্ত ডিসিপ্লিনে নিয়োগ করা হবে(Recruiting Discipline):

  • কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং(Chemical Engineering)
  • ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং & ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং(Electrical & Electronics Engineering)
  • মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং / অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স & ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং / ইন্সট্রুমেন্টেশন এন্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং / ইন্সট্রুমেন্টেশন টেকনোলজি(Mechanical Engineering/Applied Electronics & Instrumentation Engineering/Instrumentation & Control Engineering/Instrumentation Technology)
প্রশিক্ষণের সময়কাল(Training Period): প্রার্থীদের 12 মাস অর্থাৎ সম্পূর্ণ 1 বছর ট্রেনিং দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি(Recruitment Procedure): সমস্ত ডিসিপ্লিনের অন্তর্গত অ্যাপ্রেন্টিস পদগুলির ক্ষেত্রে একাডেমিক বছরে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নির্বাচন করা হবে।
আবেদন পদ্ধতি(How to Apply):
  • ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে।
  • নিচে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।

Click here for Apply Online : https://www.bharatpetroleum.in/

  • সবার প্রথমে, Enroll লেখার উপর ক্লিক করতে হবে।
  • তারপরে নিজের নাম অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে একটি এনরোলমেন্ট নাম্বার জেনারেট করতে হবে।

  • তারপরে লগইন করে Establishment Menu তে ক্লিক করতে হবে।

  • তারপরে নিজের Resume আপলোড করতে হবে এবং Establishment Name নির্বাচন করতে হবে।

  • সবশেষে সব কিছু একবার ভালো করে মিলিয়ে নিয়ে ফাইনাল সাবমিট করতে হবে।

আরও পড়ুন : IRCTC Recruitment 2022: দশম শ্রেণির পর ITI পাশ করলেই এবার রেলে চাকরির সুযোগ!

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles